রবিবার

৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোলাম আরিফ টিপু কখনো আপোষ করেননি : মেয়র রাজশাহী ওয়াসার নতুন উদ্যোগকে আত্মঘাতী বলছে সুশীল সমাজ জনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে বিজয়ী হতে পারে না : প্রধানমন্ত্রী লালপুরে আ.লীগ নেতা মঞ্জু হত্যার ঘটনায় ২ জন আটক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাগমারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন সভাপতির লড়াই বাগমারায় মিথ্যা অভিযোগ দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর উপর অমানবিক নির্যাতন গোদাগাড়ী উপজেলায় লড়াই হবে ত্রিমূখী আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়

আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল চরমে

Paris
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

এফএনএস
গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে স্বতন্ত্র ও ডামি প্রার্থী হিসেবে দলীয় নেতাদের মাঠে নামানোর ক্ষমতাসীন আওয়ামী লীগের পদক্ষেপ দলের অভ্যন্তরীণ কোন্দলকে আরও তীব্র করেছে। নভেম্বরের মাঝামাঝি থেকে দুই মাসে অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছে। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে প্রধান দলগুলির বর্জনের পর ১৫৩ জন আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। এমন বিব্রতকর পরিস্থিতি এড়াতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেলো নির্বাচনে স্বতন্ত্র ও ডামি প্রার্থী হিসেবে দলীয় নেতাদের মাঠে নামানোর পদক্ষেপ নিয়েছিলেন। পুলিশ রিপোর্ট এবং সূত্র অনুযায়ী, এবারের নির্বাচনের পূর্ববর্তী সহিংসতায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে, ভোটের দিন দুইজন এবং নির্বাচনের পরে আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থক এবং দল সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সংঘর্ষে আরও পাঁচজন নিহত হয়েছেন। সর্বশেষ, গত শনিবার রাতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট শাহেদুজ্জামান (৩৫) নিহত হয়েছেন। গত রোববার সদর উপজেলার মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের হামলায় দুই নারীসহ তিনজন আহত এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শান্তনু মজুমদার বলেন, দলীয় প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বসানোর পদক্ষেপ অভ্যন্তরীণ কোন্দল আবার শুরু করেছে, যা যেতে অনেক সময় লাগবে। তিনি বলেন, ‘আমি মনে করি আগামী দিনে সংঘর্ষ কমবে, তবে দলের নেতাকর্মীদের মধ্যে কোন্দল দীর্ঘস্থায়ী হবে। দ্বন্দ্ব এতটাই তীব্র আকার ধারণ করে যে, কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন শেষেও দলের নেতারা একে অপরের বিরুদ্ধে চলে গেছেন। ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের আজাদ দলীয় প্রার্থী ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হককে পরাজিত করে জয়ী হয়েছেন। নির্বাচনের পর আজাদ শামীমের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করলেও শামীমের প্রস্তাব অস্বীকার করেন। শামীম বলেন, ‘আমি আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য রাজনীতি করছি… শেখ হাসিনা ছাড়া কারো কথা শুনব না। নবনিযুক্ত গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক মন্ত্রী র্যাম ওবায়দুল মোকতাদির চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান অলিওর বিরুদ্ধে গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া যুগ্ম জেলা জজ আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। তারা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই তাদের মধ্যে তিক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। বিভিন্ন জেলা থেকে সংবাদদাতারা জানিয়েছেন যে ভোট-পরবর্তী সহিংসতায় আ.লীগের শত শত নেতাকর্মীকে তাদের বাড়ি ও পরিবার ছেড়ে চলে যেতে হয়েছে এবং তাদের অনেকের বাড়িঘরও ভাংচুর করা হয়েছে। সিরাজগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য আবদুল মমিন মন্ডলের নেতৃত্বে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, যিনি একজন স্বতন্ত্র প্রার্থীও, গত রোববার অভিযোগ করেছেন যে, নির্বাচনের আগে ও পরে ২ হাজার নেতাকর্মী বাড়িঘর ছেড়ে পালিয়েছে এবং ১০০ জনকে মারধর করা হয়েছে। অনেক পরাজিত আওয়ামী প্রার্থীও ৭ জানুয়ারির নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলতে শুরু করে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শান্ত থাকার আহ্বান সত্ত্বেও তাদের সমর্থকরা অনেক এলাকায় সংঘর্ষে যোগ দেয়। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছে। ঢাকা-৪ আসনের আ.লীগ প্রার্থী সানজিদা খানম ১৮টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে বিভিন্ন আবেদনকারীর মাধ্যমে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেন এবং ৯ জানুয়ারি হাইকোর্টে রিটও করেন।‘নির্বাচনে আমি জনগণের ভোটে পরাজিত হইনি। স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন ও তার গুন্ডারা কিছু প্রিজাইডিং অফিসারের সহায়তায় নির্বাচনী ফলাফলে কারচুপি করেছে,” অভিযোগ সানজিদার। মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী, দলের প্রচার সম্পাদক আবদুস সোবহান মিয়া স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সূক্ষ্ম কারসাজির মাধ্যমে পরাজিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। নির্বাচনের দুদিন পর এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, বিশেষ করে কালকিনি পৌরসভার ১৬টির মধ্যে ১২টি কেন্দ্রে কারসাজি ও ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত হয়েছেন। পাঁচবারের সংসদ সদস্য ও বরগুনা-১ আসনের আ.লীগ প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভু স্বতন্ত্র গোলাম সারোয়ার টুকুর কাছে হেরে যাওয়ার পর নির্বাচনী এলাকায় অনিয়মের অভিযোগ এনে মঙ্গলবার রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছেন। অন্তত ৬২ জন স্বতন্ত্র প্রার্থী, যাদের অধিকাংশই আওয়ামী লীগ নেতা, নির্বাচনে বিজয়ী হয়েছেন। ঝিনাইদহে, পরাজিত আ.লীগ প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর উপর গত সোমবার ও মঙ্গলবার ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ নাসের শাহরিয়ার জাহেদীর সমর্থকদের দ্বারা কথিত পরবর্তী হামলায় একজন নিহত, ডজনেরও বেশি আহত এবং ৫০টি বাড়িঘর ভাঙচুর করা হয়। তাহজীব বলেন, ‘এটা দুঃখজনক যে নৌকায় ভোট দেওয়ার জন্য মানুষকে হত্যা করা হচ্ছে, মারধর করা হচ্ছে এবং তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। তাদের উচিত বরং আমার বাড়ি ভাঙচুর করা, দরিদ্র মানুষকে বাঁচানো। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম অবশ্য সংঘর্ষকে বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের দেশে নির্বাচনের সময় ও পরে সংঘর্ষ স্বাভাবিক। তবে নির্বাচন-পরবর্তী সংঘর্ষ অতীতের তুলনায় কম,’ বলেন নাসিম। আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এম হক বাবু জানান, ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী এবং নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহর অনুসারীদের ওপর হামলা হয়েছে। বিজয়ী স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর সমর্থকদের দ্বারা। ফরিদপুর ৪-এ জনগণের ভোটে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হয়নি। নির্বাচনী এলাকার ভোট কেন্দ্র থেকে অন্তত ৩০ জন নৌকার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। জাফরুল্লাহ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হওয়ায় তিনি কোনো আইনি ব্যবস্থা নেননি,’ বাবু বলেন। ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে ২২৩টি আসনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

 


আরোও অন্যান্য খবর
Paris