সোমবার

৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোলাম আরিফ টিপু কখনো আপোষ করেননি : মেয়র রাজশাহী ওয়াসার নতুন উদ্যোগকে আত্মঘাতী বলছে সুশীল সমাজ জনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে বিজয়ী হতে পারে না : প্রধানমন্ত্রী লালপুরে আ.লীগ নেতা মঞ্জু হত্যার ঘটনায় ২ জন আটক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাগমারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন সভাপতির লড়াই বাগমারায় মিথ্যা অভিযোগ দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর উপর অমানবিক নির্যাতন গোদাগাড়ী উপজেলায় লড়াই হবে ত্রিমূখী আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়

ষড়যন্ত্রকারীদের কথায় কান দিলে বাংলাদেশের মাথা নিচু হবে: আসাদ

Paris
Update : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার
ষড়যন্ত্রকারীদের কথায় কান দিলে বাংলাদেশের মাথা আবার নিচু হবে বলে সতর্ক করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে রাজশাহীর পবা উপজেলার হাট চন্দ্রপুর কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। আসাদুজ্জামান আসাদ বলেন, যারা আজকে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করছেন, আপনাদের বিবেক কি একবারও বলে না, ৭১- এ আমেরিকা আমাদের বিরুদ্ধে কী অবস্থান নিয়েছিল? শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই উঁচু মাথা এরা নিচু করতে চায়। যারা জানুয়ারির এক তারিখে ছাত্র ছাত্রীদের হাতের বই বন্ধ করতে চান, বিধবা মায়ের ভাতা বন্ধ করতে চান, বয়স্ক পিতার বন্ধ করতে চান, শিক্ষা উপবৃত্তির টাকা বন্ধ করতে চান, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা বন্ধ করতে চান, ওদের কথায় যদি কান দেন বাংলাদেশের মাথা আবার নিচু হবে।
তিনি আরও বলেন, জানুয়ারি মাসের এক তারিখে আপনার সন্তানরা নতুন বই হাতে হাসি মুখে নিশ্চয়ই বাড়ি ফিরেছে। আর সেই হাসিমাখা মুখ দেখে নিশ্চয়ই আপনি আনন্দিত হয়েছেন। আপনার আনন্দ আর সন্তানের এই হাসির পেছনে শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম আছে। সেই পরিশ্রমের ফসল আপনারা ভোগ করছেন।
নৌকা প্রতীকের প্রার্থী আসাদ বলেন, পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক আছে যে সৎ সাহস করে বলতে পারে, সন্তান আপনার, লেখাপড়ার দায়িত্ব আমার? প্রত্যেক মাসের শুরুতে যার সন্তানরা স্কুলে পড়ে, প্রত্যেকটি মায়ের মোবাইলে শিক্ষা উপবৃত্তির টাকা পৌঁছে যায়। শুধু কি আওয়ামী লীগের নেতাকর্মীর সন্তানের মায়েদের মোবাইলে টাকা যায় নাকি বাংলাদেশের সমস্ত সন্তানরা নতুন বই আর শিক্ষা উপবৃত্তি পায়? যদি সবাই পায় তবে সে দলই করুক না কেন আপনাদের কাছে আমাদের দাবি আছে, আপনি শেখ হাসিনার দ্বারা সম্মানিত হয়েছেন, সেই সম্মানের জায়গায় বিবেকের রায়টি নৌকায় চাই।
উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগের প্রার্থী আসাদ বলেন, আমাকে ভোট দিয়ে জাতীয় সংসদে যাওয়ার যদি ব্যবস্থা করে দেন, আমি আপনাদের কথা দিতে পারি, আমি আপনাদের সম্মান রক্ষা করে মানুষের মর্যাদা দিয়ে মানুষের পাশে থেকে এই অঞ্চলের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আপনাদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হবো। মানুষ হিসেবে মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার না করে দল, মত নির্বিশেষে সকলের জন্য একটি ঐক্যবদ্ধ মানব সমৃদ্ধ বাংলাদেশের মধ্যে পবা একটি অনন্য উপজেলা হিসেবে উপবিষ্ট হবে।
পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীবুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, সদস্য ফারুক হোসেন ডাবলু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান বাবু, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলী আজম সেন্টু, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী, হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেবর আলী, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোরশেদ, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফাহিমা বেগম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হাসান তুহিন, পবা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদ ইসলাম রাজু প্রমুখ। এর আগে, মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর সিটি হাট সংলগ্ন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এনামুল হক। মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য জামাল হোসেন বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান আলী, কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি সাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর, জাহানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, বাকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, রায়ঘাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু রহমান, ধুরইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল প্রমুখ। এছাড়াও মঙ্গলবার সন্ধ্যায় পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ।

 


আরোও অন্যান্য খবর
Paris