সোমবার

৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোলাম আরিফ টিপু কখনো আপোষ করেননি : মেয়র রাজশাহী ওয়াসার নতুন উদ্যোগকে আত্মঘাতী বলছে সুশীল সমাজ জনগণের আস্থাহীন সেনাবাহিনী রণাঙ্গণে বিজয়ী হতে পারে না : প্রধানমন্ত্রী লালপুরে আ.লীগ নেতা মঞ্জু হত্যার ঘটনায় ২ জন আটক মেয়রের সাথে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাগমারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন সভাপতির লড়াই বাগমারায় মিথ্যা অভিযোগ দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর উপর অমানবিক নির্যাতন গোদাগাড়ী উপজেলায় লড়াই হবে ত্রিমূখী আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়

দুর্গাপুর আ’লীগ নেতার পদত্যাগের খবরপ্রকাশ একবছর তিনমাস পর!

Paris
Update : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪

এফএনএস
রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদ থেকে পদত্যাগের খবর প্রকাশ হলো একবছর তিনমাস পর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ পূর্বে হঠাৎ তিনমাস পূর্বের পদত্যাগ করার বিষয়টি একবছর তিন মাস পর প্রকাশ হওয়ার বিষয়টি আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারন জনগনের মাঝে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। পদত্যাগ পত্রে দেখা গেছে, রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগকারী নেতা দাউকান্দি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক গত বছরের ২ অক্টোবর ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে দলীয় পদ থেকে অব্যাহতি’র আবেদন করেন। পদত্যাগ পত্রটির অনুরূপ কপি বুঝিয়া পাওয়া গেল বলেও পত্রে স্বাক্ষর করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমানে রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ আবদুল ওয়াদুদ দারা। একজন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ দারার পক্ষে প্রচারণায় অংশ নেওয়া, দলীয় নেতা হিসেবে রাজনৈতিক দলের বর্ধিত সভায় বক্তব্য প্রদান ও বিশ্ববিদ্যালয় কলেজকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের বিষয়টি নির্বাচন অনুসন্ধান টিমের প্রধানের নিকট অভিযোগ দায়ের হয়। দাউকান্দি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হকের বিরুদ্ধে আনীত অভিযোগ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল বা প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১৪ (১) ও (২) বিধি লংঘন এর সামিল। এই অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষ মোজাম্মেল হক আপনাকে দোষী সাব্যস্থ করে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ও পাশাপাশি নির্বাচন কমিশনে সুপারিশ করা হবেনা তা স্ব-শরীরে উপস্থিত হয়ে ২৮ ডিসেম্বর ব্যাখ্যা দেওয়ার নির্দেশ প্রদান করেন এবং ব্যাখা প্রদানে ব্যার্থ হলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে ২৫ ডিসেম্বর নির্দেশ প্রদান করেন। নির্দেশনা অনুযায়ী অধ্যক্ষ মোজাম্মেল হক স্ব-শরীরে হাজির হয়ে তিনি দলীয় পদ থেকে গত ২০২২ সালের ২ অক্টোবর অব্যাহতি দিয়েছেন বলে জানালে তার সঠিক প্রমান দেওয়ার জন্য জানায় নির্বাচন অনুসন্ধান কমিটি। সেই মোতাবেক ৩১ ডিসেম্বর রোববার অধ্যক্ষ মোজাম্মেল হক দলীয় পদ থেকে অব্যাহতি প্রদানের পত্র নিয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের নিকট হাজির হন। এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান যুগ্ন মহানগর দায়রা জজ লুনা ফেরদৌস অধ্যক্ষ মোজাম্মেল হক এর প্রদানকৃত ব্যাখ্যা প্রদানের পরবর্তী সিদ্ধান্ত গ্রহনের বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাযায়। দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের পদ থেকে একবছর তিন পূর্বে পদত্যাগের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার বলেন, এবিষয়টি আমার জানানেই।


আরোও অন্যান্য খবর
Paris