বৃহস্পতিবার

৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল রাসিক মেয়রের সাথে গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হেরোইন বহনের দায়ে গোদাগাড়ীর ২ যুবকের যাবজ্জীবন নিজের নামে কোনো প্রকল্প চান না প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে : মেয়র গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সোহেল পবায় ছাত্রলীগ নের্তৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদের মতবিনিময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তানোরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ময়না মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নৌকার প্রার্থী ফারুক চৌধুরীকে নির্বাচনী উঠান বৈঠকে আ.লীগ নেতার নগদ অর্থ প্রদান

Paris
Update : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী এমপির হাতে নগদ অর্থ প্রদান করেন কামারগাঁ ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা। গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের কচুয়া প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে নির্বাচনী উঠান বৈঠকে সকলের সামনে নগদ ৫ হাজার টাকা হাতে তুলে দেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাদের। অর্থ প্রদানকালে ৫নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি আব্দুল কাদের কেঁদে কেঁদে বলেন, আমি অনেক কষ্ট করে এ জমানো টাকা আপনার হাতে তুলে দিচ্ছি, আপনি এ টাকা নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার কাজে ব্যয় করবেন। এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র, সাধারণ সম্পাদক ও কামারগাঁ ইউনিয়ন পরিষদের সদস্য বকুল হোসেনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। উঠান বৈঠকে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এমপি তাঁর বক্তব্যে বলেন, আমি অনেক দিন থেকে আপনাদের পাশে এমপি হিসেবে আছি, আগামীতেও থাকতে চাই। আমি ব্যবসা ছেড়ে দিয়ে হলেও আপনাদের সেবা করে যেতে চাই। যারা এ আসনে প্রার্থী হিসেবে নতুন নির্বাচনে অংশ নিয়েছে তারা অনেক কাজ ঠিকমত বুঝতে পারবেনা, তাই এ আসনে তেমন উন্নয়নও করতে পারবেনা। আর আমি যেহেতু সকল কিছু শিখে গেছি, তাই আমি আবারো এমপি হিসেবে নির্বাচিত হলে এ আসনের উন্নয়ন দ্রুত করতে পারবো। আপনারা সকলে উন্নয়নের লক্ষ্যে ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।

 


আরোও অন্যান্য খবর
Paris