সোমবার

৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী সরকারি মহিলা কলেজে স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন

Paris
Update : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী’র শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের নিমিত্তে কলেজ ক্যাম্পাসে “স্বাস্থ্য সেবা কেন্দ্র”-এর শুভ উদ্বোধন উপলক্ষে  এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থ্যতাও অত্যন্ত জরুরী। সেই লক্ষ্যে ছাত্রীদের শারীরিক এবং মানসিক সুস্থতা নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করে গড়ে তোলার উদ্দেশ্যেই কলেজ কর্তৃপক্ষ এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র  কলেজের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা কমিটির আহ্বায়ক প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম, বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, ডাঃ শাহীন সুলতানা [চিকিৎসক (অবঃ), রাজশাহী মেডিকেল কলেজ], বিশিষ্ট মনোবিজ্ঞানী বিপাশা ঘোষ ও এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা। আরও উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

 


আরোও অন্যান্য খবর
Paris