শুক্রবার

১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল রাসিক মেয়রের সাথে গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হেরোইন বহনের দায়ে গোদাগাড়ীর ২ যুবকের যাবজ্জীবন নিজের নামে কোনো প্রকল্প চান না প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে : মেয়র গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সোহেল পবায় ছাত্রলীগ নের্তৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদের মতবিনিময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তানোরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ময়না মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পুঠিয়ায় কৃষকের সরিষা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

Paris
Update : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

পুঠিয়া থেকে প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ার কৈপুকুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ৪৬ শতক জমির সরিষা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী কান্তার বিলে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে বুধবার দুপুরে পুঠিয়া থানায় অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত কৃষক মোজ্জামেল হক মধু। কৃষক মোজ্জামেল হক মধু জানান, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী কান্তার বিলে আমার নিজ নামে ৪৬ শতক জমি রয়েছে। গত মঙ্গলবার রাতে আমার জমির সরিষার ক্ষেতে পূর্ব শত্রুতার জের ধরে ঘাষ পুড়ানোর ঔষুধ ব্যবহার করে সরিষা পুড়িয়ে দিয়েছে। বিষয়টি বুধবার (১৫ নভেম্বর) সকালে গিয়ে দেখি আমার সরিষার জমিতে সব সরিষা পুড়িয়ে দিয়েছে। তখন ঘটনাটি জানিয়ে পুঠিয়া থানায় একই গ্রামের আঃ খালেক ও তার ছেলে সোহেল এবং আরশাফুল ইসলামের নামে একটি অভিযোগ করেছি। মধু জানায়, পুঠিয়া উপজেলার ভালুকগাছী কান্তার বিলে তরফ ভালুকগাছী মৌজার ২০৭০৩ দাগে ৪৬ শতক সেফাতুল্লাহর নিকট থেকে আমিন মেকার ক্রয় করে ১৯৬৭ সালে। এরপর ১৯৭৩ সালে আমি ও আমার ৫ ভাই সেই জমি ক্রয় করে ভোগ করে আসছি। অথচ একই গ্রামের আশরাফুল ও সোহেল ১৯৮৭ সালে সেফতুল্লার নিকট থেকে বিক্রয়কৃত জমি ক্রয় করে। এরপর থেকে ভয়ভীতি হুমকি সহ  বিভিন্নভাবে ক্ষতিসাধণ করে আসছে। এ ব্যাপারে থানার এসআই মোশারফ হোসেন জানান, অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris