বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

২৫ বছর চাকরি করে বেতন না পেয়েই চিরবিদায়

Paris
Update : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

এফএনএস

এমপিওভুক্ত না হওয়ায় ২৫ বছর চাকরি করেও বেতন পাননি শিক্ষক বেলাল হোসেন। ৩৫ বছর একই মসজিদে ইমামতির দায়িত্ব পালন আর কোরআন শিক্ষা দিয়ে উপার্জিত অর্থে সংসার চালিয়েছেন তিনি। এরপর দীর্ঘদিন ডায়াবেটিক রোগে ভুগে অবশেষে পরপারে পাড়ি জমালেন সেই শিক্ষাগুরু। শিক্ষক বেলাল হোসেনের বাড়ি উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া মহল্লায়। তার বাবার নাম মৃত মহির উদ্দিন। বেলালের ভাতিজা মামুন হোসেন জানান, তার চাচা ছাত্রজীবন থেকে শুরু করে চকরপাড়া মসজিদে দীর্ঘ ৩৫ বছর ধরে ইমামের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি চকরপাড়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় ৫ বছর পর একই এলাকার অপর এক শিক্ষাপ্রতিষ্ঠান আড়ানী দাখিল মাদ্রাসার সহকারি মওলানা শিক্ষক হিসেবে যোগদান করেন। নিয়মের বেড়াজালে দীর্ঘ দিনেও ওই শিক্ষা প্রতিষ্ঠানটিও এমপিওভুক্ত না হওয়ায় ২৫ বছর বিনা বেতনে শ্রম দিয়েছেন। দীর্ঘদিন ডায়াবেটিক রোগে ভুগে অবশেষে মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক বেলাল হোসেন মারা যান। বিকাল সোয়া ৪টায় জানাজা শেষে আড়ানী কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। আড়ানী দাখিল মাদ্রাসার সুপার আবু হানিফ জানান, ২০০৩ সালে তার মাদ্রাসায় সহকারী যোগদান করেন। কিন্তু প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। দীর্ঘদিন বিনা বেতনে তিনি শিক্ষকতা করতেন। তার প্রতিবন্ধী এক ছেলেও এর আগে মারা গেছে। বর্তমানে তিন মেয়ের একজন কোরআনের হাফেজা, অপর একজন একাদশ শ্রেণীর ছাত্রী এবং ছোটটি স্থানীয় প্রাথমিকের শিক্ষার্থী।


আরোও অন্যান্য খবর
Paris