বৃহস্পতিবার

৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সোহেল পবায় ছাত্রলীগ নের্তৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদের মতবিনিময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তানোরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ময়না মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লাল গামছা দেখে থামল ট্রেন, অল্পের জন্য রক্ষা রাজশাহী নগরীতে প্রস্তাবিত কবরস্থান ও ঈদগাহ নির্মাণে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

সারাদেশে নৈরাজ্য ছড়িয়ে দিতে অবরোধ ডেকেছে বিএনপি : তথ্যমন্ত্রী

Paris
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

এফএনএস

সারাদেশে নৈরাজ্য ছড়িয়ে দিতে বিএনপি তিনদিনের অবরোধ ডেকেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু সপ্তম খণ্ড’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, তারা স্পষ্টত নৈরাজ্য সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনদিনের অবরোধ ডেকেছে। তাদের উদ্দেশ্যে অবরোধ করা নয়। তারা জানে তাদের পক্ষে দেশে অবরোধ কার্যকর করা সম্ভবপর নয়। কিন্তু তারা চোরগুপ্তা হামলা, নৈরাজ্য সারাদেশে ছড়িয়ে দেওয়ার অসৎ উদ্দেশ্যে তারা অবরোধ ডেকেছে। ‘আমরা জনগণের প্রতি আহ্বান জানিয়েছি, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার। বাংলাদেশে চোর-ডাকাত ধরলে মানুষ চোর-ডাকাত ধরে তাদের ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে। যারা মানুষের সহায়-সম্পত্তিতে, সরকারি সম্পত্তিতে আগুন দেবে, ধ্বংস করবে তারা চোর-ডাকাতের চেয়েও খারাপ। সুতরাং তাদের বিরুদ্ধেও জনগণ যথোপযুক্ত ব্যবস্থা নেবে- বলেন আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক। তথ্যমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর বিএনপি যে তাণ্ডব চালিয়েছে তা নতুন করে বলার প্রয়োজন নেই, গত রোববার তারা সারাদেশে হরতাল ডেকেছিল। সে হরতালকে সফল করার জন্য পুরনো আগুন সন্ত্রাসের খেলায় ফিরে গেছে বিএনপি-জামায়াত। তিনি বলেন, আপনারা জানেন ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে কীভাবে গাড়ি চালকদের হত্যা করা হয়েছে। শনিবার রাতেও ডেমরায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে, সেই আগুনে বাস ও বাসের হেলপার পুড়ে গেছে। তথ্যমন্ত্রী বলেন, আমরা সারাদেশে শান্তি সমাবেশের ডাক দিয়েছিলাম। ঢাকায় কমপক্ষে দেড়-দুই লাখ মানুষের সমাবেশ হয়েছে। এত উসকানির মধ্যেও আমাদের নেতাকর্মীরা কোনো উসকানিতে পা দেয়নি। তারা আমাদের নারী কর্মী থেকে শুরু করে অনেককে মারধর করেছে। নারীদের কাপড় ধরেও টানাটানি করেছে। দেড় কিলোমিটার দূরে এত তাণ্ডাব চালালো আমাদের নেতাকর্মীরা কিন্তু সেখানে যায়নি, আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রেখেছিলাম। তিনি বলেন, লালমনিরহাটে আমাদের নেতাকর্মীরা শান্তি মিছিল করছিল, সেখানে জাহাঙ্গীর হোসেন নামে একজন শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে। মোহাম্মদপুরে বাসে আগুন দিতে গিয়ে পালিয়ে যাওয়ার সময় বিএনপিকর্মী একটি ভবনে উঠেছিল, সেখান থেকে লাফ দিয়ে তার মৃত্যু হয়েছে, বিএনপি বলে শহীদ হয়েছে। গাড়িতে আগুন দিতে গিয়ে ধাওয়া খেয়ে বিল্ডিংয়ে উঠেছিল, বিল্ডিং থেকে লাফ দিয়ে মারা গেছে, একটা দুষ্কৃতিকারী মারা গেছে, বিএনপির ভাষায় শহীদ হয়েছে। তিনি আরও বলেন, গত শনিবারের সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিন্দা জানিয়েছে, এটি আমরা মনে করি এ সহিংসতা বন্ধ করার ক্ষেত্রে সহায়ক হবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিবৃতিতে এটিও বলা হয়েছে সহিংসতার ভিত্তিতে ভিসানীতি নিয়েও তারা ভাববে। যারা হাসপাতালে হামলা চালিয়েছে, পুলিশ হত্যা করেছে, জনগণের সম্পত্তি পুড়িয়েছে, হাসপাতালের অ্যাম্বুলেন্স জ¦ালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে করে বিএনপির অবরোধ ঘোষণা নিয়ে এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, এতেই প্রমাণিত হয় বিএনপি নেতারা আসলে কত ভীতু। ২৮ অক্টোবর কর্মীরা যাওয়ার আগে নেতারা পালিয়ে গেছে। নেতারা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্মীরাও পালিয়ে গেছে।


আরোও অন্যান্য খবর
Paris