শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবির শিক্ষক এনামুল হককে দুই বছরের জন্য পাঠদান থেকে অব্যাহতি

Paris
Update : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

এফএনএস
বিভাগের সহকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এনামুল হককে দুই বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় তিনি ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেন। গত রোববার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ৫২৫তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। এতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সভাপতিত্ব করেন। অধ্যাপক এনামুল হক বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি। এর আগে তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক ছিলেন। প্রসঙ্গত গত ২১ মে মনোবিজ্ঞান বিভাগের সভাপতির অফিস কক্ষে বিভাগীয় সভা চলাকালে বিভাগের সভাপতি অধ্যাপিকা ড. মাহবুবা কানিজ কেয়ার সঙ্গে বিভিন্ন বিষয়ে অধ্যাপক ড. এনামুল হকের বাগবিতণ্ডা হয়। তখন মাহবুবা কানিজ অভিযোগ করেন তার সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন, যৌন হয়রানিমূলক আচরণ ও ব্যবহার করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট এ সিদ্ধান্তে আসে।

 


আরোও অন্যান্য খবর
Paris