শনিবার

১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : শেখ হাসিনা রাজশাহীতে আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বড়াল নদের উপর ব্রীজ নির্মান স্থান পরিদর্শন করেন যুগ্ম সচিব পবায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান ইসলামী নার্সিং কোচিং সেন্টারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন অংকের হিসাব লাগে জীবনের শেষ দিন পর্যন্ত : আব্দুল ওয়াদুদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন হজ পালনের ধাপসমূহ

রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে সেমিনার

Paris
Update : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

বুধবার (০৪ আক্টোবর) সকালে রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার রোডম্যাপ সিজন-৫’ শিরোনামে কলেজের নতুন ভর্তিকৃত অনার্স ১ম বর্ষ ও ২য় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে চাকরির জন্য প্রস্তুতির দিক নির্দেশনামূলক সেমিনার রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, উপাধ্যক্ষ, রাজশাহী কলেজ, রাজশাহী। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজেদুর রহমান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ ও প্রধান উপদেষ্টা, রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব, জনাব অনুতোষ কুমার প্রামানিক, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ ও উপদেষ্টা, রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব এবং মোঃ সেলিম পারভেজ, প্রভাষক, প্রাণিবিজ্ঞান বিভাগ ও উপদেষ্টা, রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব। সেমিনারে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে ৪১তম বিসিএস-এ পিএসসি কর্তৃক নিয়োগের জন্য সুপারিশকৃতদের শুভেচ্ছা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তদের মধ্যে ছিলেন সুমি খাতুন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার, রুবিনা আনসারী, ভ্যাট ও ট্যাক্স ক্যাডার, শেখ তৌহিদুল কবির, বিসিএস প্রশাসন ক্যাডার, মোঃ রশিদুল ইসলাম, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও তনুশ্রী নারায়ন সরকার, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। ৪১তম বিসিএস-এ পিএসসি কর্তৃক নিয়োগের জন্য সুপারিশকৃত শিক্ষার্থীরা তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি উপস্থিত শিক্ষার্থীদের সামনে ব্যক্ত করেন। সেমিনারে বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরি প্রত্যাশীদের জন্য করণীয় ও দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন মোঃ মোসাদ্দেকুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক, এইচ.আর, নিটল নিলয় গ্রুপ। সরকারি চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করেন মোছাঃ নাজমুন নাহার, সিনিয়র সহকারী কমিশনার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি এস. এম. মাহফুজ আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ সাকিব আহমেদ, রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন।


আরোও অন্যান্য খবর
Paris