রবিবার

১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

পবায় বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

Paris
Update : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

পবা প্রতিনিধি
কৃষি সমৃদ্ধি এই স্লোগানে রাজশাহীর পবায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।
বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস ওয়াজেদ আলী খাঁন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার সরকার ও রায়হান উদ্দিন, উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাফিজুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোশাররফ হোসেন সহ সকল ব্লকের উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসারবৃন্দ, সাংবাদিক, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এক বিঘা জমির জন্য প্রতিজন কৃষককে বিনামূল্যে গ্রীষ্মকালীন এক কেজি এন-৫৩ জাতের পেঁয়াজ বীজ, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি, ছত্রাকনাশক, কীটনাশক, জৈবসার, পলিথিন, প্লাস্টিক এবং নাইলন দড়ি বিতরণ করা হয়। এছাড়াও চারা উৎপাদনের অংশ হিসেবে প্রত্যেক কৃষককে জমি প্রস্তুতি ও সেচ শ্রমিক, আন্ত:পরিচর্যা শ্রমিক এবং বাঁশ ক্রয় বাবদ দুই হাজার আটশত টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris