বৃহস্পতিবার

৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল রাসিক মেয়রের সাথে গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হেরোইন বহনের দায়ে গোদাগাড়ীর ২ যুবকের যাবজ্জীবন নিজের নামে কোনো প্রকল্প চান না প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে : মেয়র গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সোহেল পবায় ছাত্রলীগ নের্তৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদের মতবিনিময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তানোরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ময়না মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগ করলে সংগঠনের নির্দেশনা অমান্য করার সুযোগ নেই : এমপি এনামুল

Paris
Update : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত স্থানী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আসন্ন নির্বাচনে বাগমারার মানুষ আবারও নৌকা প্রতিককে বিজয়ী করবে। বাগমারা উপজেলা আওয়ামী লীগের ঘাঁটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করতে প্রস্তুত বাগমারাবাসী। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা জলপাইতলা মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি। প্রধান অতিথি আরো বলেন, আওয়ামী লীগ করলে সংগঠনের নির্দেশনার বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। যারা দলীয় নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বকুল আলী খরাদীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, চেয়ারম্যান আনোয়ার হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান সজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন মৃধা, আইন বিষয়ক সম্পাদক সুমন শাহ, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর সরকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা আজাহার আলী, মানিক প্রামানিক, আব্দুস সাত্তার, মকছেদ আলী, সজল সরকার, শাহিন আলম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris