শনিবার

১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে : শেখ হাসিনা রাজশাহীতে আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বড়াল নদের উপর ব্রীজ নির্মান স্থান পরিদর্শন করেন যুগ্ম সচিব পবায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান ইসলামী নার্সিং কোচিং সেন্টারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন অংকের হিসাব লাগে জীবনের শেষ দিন পর্যন্ত : আব্দুল ওয়াদুদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন হজ পালনের ধাপসমূহ

গোদাগাড়ীতে শিক্ষার মানউন্নয়ন অভিভাবক সমাবেশ

Paris
Update : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক অভিভাবক সমাবেশ। গতকাল  সোমবার বেলা ১১টায় উপজেলার রাজারামপুর চাত্রা দারুল হাদিস আলিম মাদ্রাসার আয়োজনে। রাজারামপুর চাত্রা দারুল হাদিস আলিম মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আব্দুল আলিমের সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতার। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.আনিসুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট। শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ছে কিনা এবং এর কুফল সম্পর্কে অভিভাবকদের ধারণা দেয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। শিক্ষার্থীরা পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, কিছুদিন পরপর শিক্ষার্থীদের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট অভিভাবকদের খোজ নিতে হবে।


আরোও অন্যান্য খবর
Paris