বুধবার

১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

নারী ওমরাহযাত্রীদের ঢিলেঢালা ও শরীর ঢাকা পোশাক পরার নির্দেশ

Paris
Update : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস

ওমরাহ পালনকারী নারীদের জন্য পোশাকবিধি ঘোষণা করল সৌদি কর্তৃপক্ষ। পবিত্র মক্কায় ওমরাহ বা অন্যান্য তীর্থযাত্রার ক্ষেত্রে এই নিয়ম মেনে চলতে হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। গত শুক্রবার এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। মাইক্রো ব্লগিং সাইট এক্সে (পূর্বে টুইটার নামে পরিচিত) হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নারী ওমরাহ পালনকারীরা নির্দিষ্ট নিয়ম মেনে নিজের পছন্দ অনুযায়ী পোশাক পরতে পারবেন। তবে পোশাকটি অবশ্যই ঢিলেঢালা হতে হবে। কোনো ধরনের অলংকার থাকা যাবে না। এ ছাড়া শরীর সম্পূর্ণরূপে ঢেকে রাখতে হবে। সৌদিতে চলমান ওমরাহ মৌসুমকে কেন্দ্র করে এ নিয়ম ঘোষণা করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ আশা করছে, চলতি বছর প্রায় এক কোটি মুসলিম ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় ভ্রমণ করবেন। করোনা মহামারির কারণে তিন বছর হজ পালনে বিধিনিষেধ থাকার পর এ বছর প্রায় ১৮ লাখ মুসলিম হজে অংশ নেন। একইসঙ্গে ওমরাহ যাত্রীদের জন্য ভিসাও সহজ করেছে সৌদি কর্তৃপক্ষ। বর্তমানে ব্যক্তিগত, ভিজিট এবং টুরিস্ট ভিসায় ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে দেশটি। আর ভিসার জন্য আবেদন করা যাচ্ছে অনলাইনেই। এ ছাড়া ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। এর ফলে ওমরাহ যাত্রীরা এখন আরও বেশি দিন সৌদিতে অবস্থান করতে পারবেন।


আরোও অন্যান্য খবর
Paris