শনিবার

১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রেলের পশ্চিমাঞ্চলে শিডিউল বিপর্যয়, যাত্রী ভোগান্তি চরমে প্রতিটি নাগরিককে স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী বুবলির পর থানায় জিডি করলেন অপু পাকিস্তানে ৭ ঘুমন্ত শ্রমিককে গুলি করে হত্যা বাগমারায় তহশীলদার সাজ্জাদকে বদলির খবরে মিষ্টি বিতরণ রাজশাহী নগরীতে কবরস্থান বাস্তবায়নের দাবিতে ১১ মসজিদের মুসল্লিদের মানববন্ধন মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল রাসিক মেয়রের সাথে গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হেরোইন বহনের দায়ে গোদাগাড়ীর ২ যুবকের যাবজ্জীবন নিজের নামে কোনো প্রকল্প চান না প্রধানমন্ত্রী

জেলেদের জীবনমান দেখতে জাতিসংঘের প্রতিনিধি দল

Paris
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জেলেদের জীবনমান দেখতে গিয়েছেন জাতিসংঘের ৯ সদস্যের প্রতিনিধি দল। তারা সেখানে এক ঘণ্টা অবস্থান করে বেশকিছু জেলে পরিবারের সঙ্গে কথা বলেন। গতকাল রোববার বেলা পৌনে ১১টায় হেলিকপ্টার যোগে জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজার নেতৃত্বে দেশি-বিদেশি নয় সদস্যের ওই দল বুড়িরচর ইউনিয়নে বিদ্যুৎ অফিস মাঠে পৌঁছে। এসময় হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোরশেদ লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকিসহ প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে প্রতিনিধি দলকে স্বাগত জানান। বেলা ১১টায় প্রতিনিধি দলটি হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের সেলিম বাজার বেড়িবাঁধ এলাকায় বিভিন্ন জেলে পরিবারের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন। সাড়ে ১১টায় স্থানীয় বিদ্যুৎ অফিসের কনফারেন্স হলে উপজেলার সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হাতিয়ার মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকি জাতিসংঘের প্রতিনিধি দলের সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রতিনিধি দলটি মূলত জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলের জেলেদের কি কি সমস্যা হচ্ছে তা দেখতে এসেছেন। সফরকালে কর্মকর্তারা জেলেদের জীবনমানের উন্নয়ন, পর্যটন শিল্পের প্রসার, জেলে পরিবারের নারীদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি গুরুত্বারোপ করেন। ইউএনও আরও বলেন, সফরে প্রতিনিধি দলের কার্যক্রমে বোঝা যাচ্ছে তারা ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ফলে জেলেদের জীবনমানের উন্নয়নে প্রকল্প হাতে নিতে পারেন। দুপুর পৌনে ১২টায় তারা ভাসানচরের উদ্দেশ্যে হাতিয়া ত্যাগ করেন। বিকেলে তাদের সেন্টমার্টিন যাওয়ার কথা রয়েছে। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় ৪০ হাজার জেলে পরিবার রয়েছে। যারা নদী-সাগরে মাছ শিকার করেই জীবিকানির্বাহ করেন। জলবায়ু পরিবর্তনের ফলে মাছ আহরণ কমে যাওয়ায় অনেকে পূর্বপুরুষের এ পেশা বদলের চেষ্টা করছেন।


আরোও অন্যান্য খবর
Paris