বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

এডিস মশা সারাদেশে ছড়িয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

Paris
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শুধু ঢাকাতে নয়, এডিস মশা সারাদেশে ছড়িয়ে গেছে। যে কারণে সারা দেশে ডেঙ্গুর ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন আড়াই হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত সাত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে দেড় লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি গিয়ে সরকারের পক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো সম্ভব নয়। এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেইসঙ্গে নিজেদের বাড়ি নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই হাসপাতালের কয়েকটি ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের সময় রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন মন্ত্রী। এ সময় চিকিৎসক-নার্সদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনার ভালো করে রোগীদের চিকিৎসা দিন। আপনাদের সেবার ওপর নির্ভর করবে এই হাসপাতালের মানোন্নয়ন। সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের স্যালাইনের কোনো অভাব নেই জানিয়ে মন্ত্রী বলেন, তবে কেউ কেউ বলছেন, বাজারে স্যালাইনের কিছুটা ঘাটতি আছে। আমরা সাত লাখ ব্যাগ স্যালাইন ভারত থেকে আমদানির অনুমোদন দিয়েছি। আজকালের মধ্যে সাড়ে তিন লাখ ব্যাগ স্যালাইন দেশে আসবে। বাকিটা পরদিন আসবে। যদি এর চেয়ে বেশি লাগে, তাও আমরা আনার ব্যবস্থা করবো। মশা নিধনের কার্যক্রম কয়েক মাস চালালে হবে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা বছর মশা নিধনের কার্যক্রম চলাতে হবে। তবেই মশা নিধন করা সম্ভব হবে। এখনও মশা বাড়ছে, তাই ডেঙ্গু রোগী বাড়ছে। এতে মৃত্যুও বাড়ছে। যে পর্যন্ত মশা না কমবে, সে পর্যন্ত মৃত্যু কমবে না। অন্যান্য দেশে ভালো করে স্প্রে করা হয় ও সারা বছর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এজন্য ওসব দেশে মশা কম এবং মৃত্যুও কম। সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে আগামী দিনে এ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি। এরপর কর্নেল মালেক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন মন্ত্রী। কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে দেশের উন্নয়ন। বিএনপি-জামায়াতের রাজনীতি হচ্ছে সন্ত্রাস আর গ্রেনেড হামলা। তারা মানুষের উন্নয়ন চায় না, মানুষকে পুড়িয়ে মারে। বিএনপি অপ্রচার ও মিথ্যার রাজনীতি করছে। তাদের কাজই হলো মিথ্যাকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করা। তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন। দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা করছি। তারা বিএনপি-জামায়াতকে ক্ষমতায় আনতে চায় না। কারণ বিএনপি এখন নেতাবিহীন একটি দল। নেতাবিহীন দল আর চালক ছাড়া গাড়ি একই কথা। ওই চালক ছাড়া গাড়িতে মানুষ চড়তে চায় না। সভায় আরও বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিকেল কলেজের পরিচালক ডা. আরশাদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন মৃধা ও অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।

 


আরোও অন্যান্য খবর
Paris