সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

দূর্গাপুরে পান বরজ কেটে দিলো দুর্বৃত্তরা কৃষকের ক্ষতি হলো ১০ লক্ষাধিক টাকার

Paris
Update : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার

পূর্ব শত্রুতার জের ধরে রাজশাহীর দূর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের দুলাল হোসেন ও রাকিবুল ইসলামের পান বরজ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, দূর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের দুলাল ও তার ভাই রাকিবুল ইসলাম দীর্ঘদিন যাবত পান বরজের চাষ করে আসছে। শনিবার দুপুরের দিকে এলাকার গোপালপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাহিন (২০) একই গ্রামের ইকবাল হোসেনের ছেলে রাজু (১৮) ও মজিবুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২৮)সহ ৪০-৫০জন ক্যাডারদের নিয়ে পান বরজে এসে এলোপাথাড়িভাবে পান বরজ তছনছ করে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। উক্ত পান বরজের মালিক দুলাল ও রাকিবুল বাধা দিতে আসলে তাদেরকে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণ নাশের হুমকি দেয়, এতে ভয়ে তারা এলাকা ছাড়া হয়। প্রায় ঘন্টাকাল ব্যাপি সন্ত্রাসীরা তান্ডব চালালেও এলাকার আশেপাশের লোকজন দূর থেকে ঘটনাটি প্রত্যক্ষণ করলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। পান বরজের মালিক দুলাল ও রাকিবুল ইসলাম বলেন, সরকারি খাস জমি লিজ নিয়ে আমরা পান চাষ করে আসছি। কিন্তু সন্ত্রাসীরা আমাদের কাছে মোটা টাকা চাঁদা দাবী করলে দিতে অস্বীকার করায় গতকাল সন্ত্রাসীরা আমাদের পান বরজ কেটে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এব্যাপারে আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।


আরোও অন্যান্য খবর
Paris