শুক্রবার

৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জাতীয় কারাতে প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার সাফল্য উপজেলা নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ করাই লক্ষ্য : প্রধানমন্ত্রী তানোরে হিমাগারে ভারতীয় আলু মজুদ? অপতথ্য রোধে একসঙ্গে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা

রশিদ ছাড়াই বাংলাদেশে আসছে আফগানিস্তান দল

Paris
Update : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

এফএনএস

বছর চারেক আগে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে প্রায় একা হাতে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিলেন রশিদ খান। চার বছর পর বাংলাদেশের বিপক্ষে আরেকটি টেস্টে এই লেগ স্পিনারকে পাচ্ছে না আফগানিস্তান। রশিদকে ছাড়াই বুধবার বাংলাদেশ সফরের একমাত্র টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি। সংবাদ বিবৃতিতে রশিদকে বাইরে রাখার কোনো কারণ জানায়নি তারা। পিঠের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলেননি রশিদ। শেষ ওয়ানডেতে তিনি একাদশে ফিরলেও তাকে নিয়ে হয়তো ঝুঁকি নিতে চাচ্ছে না আফগান ক্রিকেট বোর্ড। ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ৫১ ও ২৪ রানের সঙ্গে বল হাতে দুই ইনিংসে ৫ ও ৬ উইকেট নেন রশিদ। অনুমেয়ভাবেই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ওই ম্যাচে খেলা হাশমতউল্লাহ শাহিদি, রহমত শাহ, ইব্রাহিম জাদরান, আফসার জাজাই, ইয়ামিন আহমাদজাই ও জহির খান এবারও আসছেন বাংলাদেশ সফরে। শাহিদির নেতৃত্বে দলে নতুন মুখ আছে বেশ কজন। প্রথমবার ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটসম্যান বাহির শাহ, দুই পেসার ইব্রাহিম আব্দুলরাহিমজাই, নিজাত মাসৌদ, তরুণ লেগ স্পিনার ইজহারুলহক নাভিদ ও পেস অলরাউন্ডার করিম জানাত। জানাত আফগানিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ৪৭টি। এবার ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে ম্যান অব দা টুর্নামেন্ট হয়ে জায়গা করে নিলেন টেস্ট স্কোয়াডে। টুর্নামেন্টের ৫ ম্যাচে ১৪০.২৫ গড়ে ৫৬১ রান করেন তিনি, উইকেট নেন ১৮টি। ব্যাটসম্যান বাহির শাহ আফগানিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে আলোড়ন তুলেছেন দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে। ২০১৭ সালে অভিষেকেই ২৫৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি ১৭ বছর বয়সে। এরপর তৃতীয় ম্যাচে করেন জোড়া সেঞ্চুরি, চতুর্থ ম্যাচে চমকে দেন অপরাজিত ট্রিপল সেঞ্চুরিতে। এখন ৩৩ ম্যাচের ক্যারিয়ারে তার সেঞ্চুরি ৯টি। ব্যাটিং গড় ৬৫.২০। টেস্ট ম্যাচটি খেলতে আগামী শনিবার বাংলাদেশে আসবে আফগানিস্তান। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু ১৪ জুন। এরপর ফিরে গিয়ে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলতে পুনরায় ১ জুলাই বাংলাদেশে আসবে তারা।

আফগানিস্তান স্কোয়াড : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুলহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুলরাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসৌদ। রিজার্ভ : জিয়া উর রহমান আকবর, নুর আলি জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, সায়েদ আহমেদ শিরজাদ।


আরোও অন্যান্য খবর
Paris