শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী মহিলা কলেজ অধ্যক্ষ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান

Paris
Update : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩’ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, অধ্যক্ষ, রাজশাহী সরকারি মহিলা কলেজ  শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন। সারাদেশের সকল বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) এর অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ০৫ ও ০৬ জুন,২০২৩ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্তাবধানে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা এবং গভর্র্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকায় এই প্রতিযোগিতা ৩৮টি ইভেন্টে অনুষ্ঠিত হয় এবং ফলাফল প্রকাশ করা হয়। আগামি ১৯ জুন ‘জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩’এর পুরস্কার প্রদান করা হবে। এ উপলক্ষ্যে কলেজে তিনি ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত হন। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা, প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ এবং কর্মচারিগণ অধ্যক্ষ মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করেন। এছাড়াও কলেজের বিএনসিসি, রোভার-স্কাউট, গার্ল গাইডস্্, রেড ক্রিসেন্ট প্রভৃতি সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীরা শুভেচ্ছা জানায়। অধ্যক্ষ মহোদয়ের এ পুরস্কার প্রাপ্তিতে কলেজে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


আরোও অন্যান্য খবর
Paris