রবিবার

২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আল হিলালেই যাচ্ছেন মেসি

Paris
Update : শনিবার, ৩ জুন, ২০২৩

এফএনএস
চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। গতকাল শনিবার পিএসজির জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আর এই ম্যাচ দিয়ে পিএসজির সঙ্গে দুই বছরের সম্পর্কের ইতি ঘটবে মেসির। সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের পরবর্তী গন্তব্য কোথায়, তা নিয়ে চলছে আলোচনা। তবে স্পেনের গণমাধ্যম জানিয়েছে, শেষ পর্যন্ত সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি। স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ত’ এর এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি। আনুষ্ঠানিক ঘোষণাও আসবে খুব শিগগিরই। ৬ জুন মেসিকে সই করানোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবে আল হিলাল। মেসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে সৌদি আরবের ক্লাবটি। এদিকে বার্সেলোনার কোচ জাভির দাবি বার্সেলোনাতেই ফিরবেন মেসি। শুক্রবার তিনি বলেছিলেন, ‘মেসি নিজেও জানে যে আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছি। এ ব্যাপারে কোনো কিছুই পরিবর্তন হয়নি। আমাদের এখনো সুযোগ আছে, আমরা তাকে চাই। আমাদের এখানে তাকে ফেরাতে আমরা প্রস্তুত আছি।’


আরোও অন্যান্য খবর
Paris