শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

৩০০ আসনে প্রার্থী দেবে তৃণমূল বিএনপি

Paris
Update : শনিবার, ৩ জুন, ২০২৩

এফএনএস
তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে ৩শ আসনেই নিজেদের দলের প্রার্থী দেবো। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে দলের প্রার্থীদের তালিকা করা হচ্ছে। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহম্মদ আকরম খাঁ হলে বাজেট ও সমসাময়িক বিষয়ের ওপর ‘তৃণমূল বিএনপি’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। দুর্মূল্যের বাজারে মানুষের জন্য খাদ্য নিরাপত্তা, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, চিকিৎসাসেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছানোসহ সবার জন্য আবাসন ও মৌলিক অধিকার নিশ্চিত করতে দলটির পক্ষ থেকে সরকারের কাছে ১২ দফা দাবি জানানো হয়। প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার জ্যেষ্ঠ কন্যা ও তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩শ’টি আসনে দলের প্রার্থীদের তালিকা তৈরি করা হচ্ছে। আগামীতে এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে। দলটির ওই নেত্রী বলেন, আপনারা জানেন যে, সুষ্ঠু নির্বাচন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নের জন্য ব্যারিস্টার নাজমুল হুদা ‘তৃণমূল বিএনপি’ গঠন করেছিলেন। তিনি ‘জনগণের দ্বারা, জনগণের জন্য, জনতার সরকার গঠনের লক্ষ্যে এ দলের স্বপ্ন দেখেন। আমরা সেলক্ষ্যে কাজ করছি। ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটের বিষয়ে অন্তরা হুদা বলেন, বাজেট নিঃসন্দেহে দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করে। তবে সেই উন্নয়ন থেকে যেন এই দেশের খেটে খাওয়া মানুষ কোনোভাবে বঞ্চিত না হন। যারা তেল থেকে নুন সবকিছুতে ট্যাক্স দেন সেই অসহায় মানুষদের উন্নয়ন সবার আগে। তাই তাদের কথা ভাবুন। সংবাদ সম্মেলন তৃণমূল বিএনপির মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, সুস্থ রাজনীতি এবং সুশাসন প্রতিষ্ঠা করা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা তৃণমূল বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩শ সিটে নির্বাচন করবো বলে আশা রাখি। সংবাদ সম্মেলন তৃণমূল বিএনপির মহাসচিব লিখিত বক্তব্যে বলেন, মানুষের খাদ্য নিরাপত্তা জন্য ফুড ব্যাংক চালু করতে হবে। এ ফুড ব্যাংকের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের ফলে কৃষক ও জেলে ন্যায্যমূল্য পাবে এবং জনগণ ন্যায্যমূল্যে খাদ্য সামগ্রী কিনতে পারবে। এ ছাড়া প্রতিটি এলাকায় জমি যেন অনাবাদি না থাকে তার দিকে লক্ষ্য রাখতে হবে। এ সময় ভাসমান ও ভূমিহীন মানুষদের জন্য প্রত্যেকটি গ্রামে একটি রেসিডেন্সিয়াল এরিয়া গঠন করে সেখানে বহুতল বিশিষ্ট বিল্ডিং নির্মাণ করে তাদের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা, প্রয়োজনে এককালীন স্বল্পমূল্যে, দীর্ঘমেয়াদি বরাদ্দ দেওয়া যেতে পারে বলে জানান তিনি। শিক্ষাখাতে আমূল পরিবর্তন করে কারিগরি শিক্ষার প্রতি জোর দেওয়ার কথা জানিয়ে লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সরকারের সম্পূর্ণ আর্থিক সহযোগিতা থাকতে হবে। এ ছাড়া কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সরকারি খরচে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমাদের চিকিৎসা খাতে এখন পর্যন্ত ইন্স্যুরেন্স চালু হয়নি জানিয়ে তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, অর্থের অভাবে সবাই সুচিকিৎসা পাচ্ছে না। চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে মধ্যে দিন দিন বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। আমাদের অনতিবিলম্বে চিকিৎসাখাতে ইন্স্যুরেন্স চালু করা উচিত বলেও জানান হাবিবুর রহমান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তৃণমূল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আক্কাস আলী। ২০১৫ সালের ২০ নভেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা ‘তৃণমূল বিএনপি’ প্রতিষ্ঠা করেন। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি দলটি (তৃণমূল বিএনপি) নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। নিবন্ধন পাওয়ার তিন দিন পর অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি স্কয়ার হাসপাতালে মারা যান ব্যারিস্টার নাজমুল হুদা। ৬ মে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে নাজমুল হুদার জ্যেষ্ঠ কন্যা অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

 


আরোও অন্যান্য খবর
Paris