সোমবার

২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পেলেন ২৬ সাংবাদিক

Paris
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান পেয়েছেন রাজশাহীর ২৬ সাংবাদিক। গতকাল সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে তাদের হাতে হস্তান্তর করা হয়। রাজশাহী প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এতে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান।
এদিন ১০ হাজার টাকার করে ২৩ জন সাংবাদিক পান করোনাকালীন অনুদানের চেক। মৃত্যুকালীন অনুদান পায় এক সাংবাদিকের পরিবার। আর চিকিৎসা অনুদান পান দুজন সাংবাদিক। চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব। এ সময় রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান বলেন, একসময় জাকাতের ফান্ড থেকে অনুদান দেয়া হত সাংবাদিকদের। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেখান থেকে বের হয়ে এসে সাংবাদিকদের জন্য কল্যান ট্রাস্ট গঠন করেছেন। এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। এ ট্রাস্ট থেকে অনুদান পেয়ে উপকৃত হচ্ছেন দেশের হাজারো সাংবাদিক। তিনি বলেন, সাংবাদিকতায় শুধু প্রাপ্তির পেছনে ছুটলে হবে না; জনগণের জন্য, দেশের জন্য কাজ করতে হবে। মানুষকে সেবা দিতে হবে। লেখনির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে হবে সাংবাদিকদের। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, মহান মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার ড. আইনাল হক, দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা ও যুগ্ম সম্পাদক জামাল উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris