শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাহাজ থেকে পড়ে নিখোঁজ প্রকৌশলীর লাশ উদ্ধার

Paris
Update : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

এফএনএস
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাংকরেজে এমভি ক্যাং হুয়ান নামের একটি জাহাজের লাইফ বোটের ড্রিল (অনুশীলন) চলাকালে নিখোঁজ প্রধান প্রকৌশলী ঝ্যাং মিংইয়ানের (৪৩) লাশ পাওয়া গেছে। গত মঙ্গলবার দুর্ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে মধ্যম হালিশহরের আনন্দবাজার খাল থেকে তার লাশ উদ্ধার করে কোস্টগার্ড। দুর্ঘটনার দিন কোস্ট গার্ড পূর্ব জোনের উদ্ধারকারী দল ও চট্টগ্রাম বন্দরের পাইলট ভ্যাসেল, টাগ বোটসহ স্থানীয় মাঝিমাল্লারা চীনের পতাকাবাহী জাহাজটির ১৫ জনকে উদ্ধার করে। বন্দরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জাহাজটির লোকাল এজেন্টের একজন কর্মকর্তা জানান, চিফ ইঞ্জিনিয়ারের লাশ মর্গে রাখা হয়েছে। পিঅ্যান্ডআইসহ বিভিন্ন প্রক্রিয়া শেষে লাশটি নিজ দেশে পাঠানো হবে। সূত্র জানায়, এমভি ক্যাং হুয়ান জাহাজে থাকা লাইফ বোটে উঠে অনুশীলন করছিলেন ১৬ জন নাবিক। একপর্যায়ে বোটটি ডেভিট হুক থেকে খুলে সাগরে গিয়ে পড়ে এবং বোটটি উল্টে যায়। খবর পেয়ে বিষয়টি কোস্ট গার্ড ও বন্দরের সংশ্লিষ্ট বিভাগে জানানো হলে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। কোস্টগার্ড পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ১৫ জন চীনা নাবিককে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপদে বুঝিয়ে দেন।
লিফটে শিশুর লাশ : এদিকে চট্টগ্রাম নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকা থেকে বর্ষা আক্তার (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ওই এলাকার নির্মাণাধীন একটি ভবনের লিফট থেকে লাশটি উদ্ধার করা হয়। বর্ষা আক্তার যশোর জেলার সৈয়দপুর এলাকার মো. আসলামের মেয়ে। তার পরিবার নগরের কুসুমবাগ আবাসিক এলাকায় গত চার মাস যাবত বসবাস করছে। বর্ষা নগরের শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণিতে পড়ত। বর্ষার মা সেফালী বেগম বলেন, গত বৃহস্পতিবার বিকেল চারটা থেকে বর্ষা নিখোঁজ ছিল। চারদিকে খোঁজ করা হয়। ইফতারের পর এলাকায় মাইকিং করা হয়েছিল। খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, লিফট থেকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে লিফটে শিশুটি পড়ে গিয়েছিল। চারদিকের ভিডিও ফুটেজ সংগ্রহ হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ নেই। থানায় অপমৃত্যু মামলা করা হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ বক্সের এএসআই মোস্তফা বলেন, কুসুমবাগ আবাসিক এলাকা থেকে বর্ষা আক্তার নামে এক শিশুকে রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে আছে।


আরোও অন্যান্য খবর
Paris