সোমবার

২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
একাদশে ভর্তি ১৫-২৫ জুলাই ক্লাস শুরু হবে ৩০ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে আশঙ্কা কেটে গেছে বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে : প্রধানমন্ত্রী প্রচার প্রচারণায় ব্যাস্ত পবার চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদ আলী খান রাজশাহীতে এক দশকের মধ্যে সর্বোচ্চ ধান উৎপাদন নাবিল গ্রুপ প্রেজেন্টস ৮ম আর ইউ সি সি জব ফেয়ার অনুষ্ঠিত স্বাচিপ রাজশাহী, নবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীতে জাতীয় পরিসংখ্যান দিবস উদ্যাপিত

Paris
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

তথ্যবিবরণী
“পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন”Ñ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজশাহীতে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ উ্দযাপিত হয়েছে। দিবসটি উদ্যাপনে বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিস র‌্যালি, বেলুন-ফেস্টুন ওড়ানোসহ আলোচনা সভার আয়োজন করে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ্, এনডিসি।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সফলভাবে পরিবার পরিচালনার জন্য যেমন পরিসংখ্যান প্রয়োজন, দেশ পরিচালনার জন্যও একইভাবে পরিসংখ্যানের প্রয়োজন। দেশের হিসাবটা (পরিসংখ্যান) আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) থেকে পাই। বিবিএস এবার জনশুমারিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে।
জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. এম. ছায়েদুর রহমান, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোঃ আব্দুস সালাম এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার এন এম মইনুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্মপরিচালক মোঃ আব্দুর রব ঢালী এবং পরিসংখ্যান অফিসের কার্যক্রম ও ২০২২ সালের জনশুমারির সংক্ষিপ্তসারবিষয়ক উপস্থাপনা করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক কাজল রেখা। জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এর আগে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি সংক্ষিপ্ত র‌্যালি কমিশনার কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে এবং র‌্যালি শেষে বিভাগীয় কমিশনার বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩ এর শুভ উদ্বোধন করেন।


আরোও অন্যান্য খবর
Paris