বুধবার

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
পবায় ছাত্রলীগ নের্তৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদের মতবিনিময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তানোরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ময়না মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লাল গামছা দেখে থামল ট্রেন, অল্পের জন্য রক্ষা রাজশাহী নগরীতে প্রস্তাবিত কবরস্থান ও ঈদগাহ নির্মাণে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে

রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ইব্রাহিম সম্পাদক জমসেদ আলী

Paris
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

স্টাফ রিপোর্টার
এবার রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হয়েছেন আওয়ামী লীগের ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে। নির্বাচনের ফলাফলে এমনটাই দেখা গেছে। রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আইনজীবী ইব্রাহিম হোসেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থী ছিলেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন আইনজীবী জমসেদ আলী। তিনি বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে প্রার্থী ছিলেন। গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম। নির্বাচনে ইব্রাহিম হোসেন ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আবুল কাশেম পেয়েছেন ২৮৮ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জমসেদ আলী। তাঁর প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মো. শাহজাহান পেয়েছেন ২৩৭ ভোট। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১ নম্বর বার ভবনে ভোট গ্রহণ হয়। দুপুরে এক ঘণ্টা মধ্যাহ্নভোজের জন্য ভোট গ্রহণের বিরতি ছিল। ভোট গণনা শেষে রাত ১১টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এক বছর মেয়াদি এই কমিটির ২১টি পদের জন্য নির্বাচন হয়। এতে সভাপতিসহ ৫ জন নির্বাচিত হয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের প্রার্থীরা জিতেছেন। দুই প্যানেলের মোট ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাহী সদস্য পদের একটি পদের ক্ষেত্রে তিনজন প্রার্থী ২৮০টি করে ভোট পেয়েছেন। তাই এই এক পদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৩৩ জন। এর মধ্যে ৫৯০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন

 


আরোও অন্যান্য খবর
Paris