রবিবার

৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় রাজশাহী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অপসারণ চায় ঠিকাদাররা! নগদ আছে ১ কোটি টাকা, জানেন না টিভি-ফ্রিজ ও আসবাবপত্রর মূল্য! সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্যপ্রতিমন্ত্রী মিথিলার মুকুটে যুক্ত হলো নতুন পালক মৃত্যুকে কাছ থেকে দেখলেন নায়ক দেব! ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ বাঘার শ্রমিকের সিংড়ায় মৃত্যু! গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়

ভোটারদের ভয়ভীতি দেখানোয় গোমস্তাপুরে দুই চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ

Paris
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনে ভোটারদেরকে ভয়ভীতি-হুমকি দেখানো ও উসকানিমূলক বক্তব্য দেয়ায় দুই আওয়ামীলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা এবং গোমস্তাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডলকে এই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
কারণ দর্শানোর নোটিশ থেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা সভায় অন্য দল ও মতের কোনো ভোটারকে ভোটকেন্দ্রের উপস্থিত না হতে গোমস্তাপুর উপজেলার চেয়ারম্যান হুমায়ূন রেজা ও গোমস্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল বক্তব্য দেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচারণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) ও(ঙ) পরিপন্থী।
সোমবার (৩০ জানুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান। মুঠোফোনে তিনি বলেন, গত কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে একটি নির্বাচনী প্রচারণায় তারা (দুই আ.লীগ নেতা) অন্যান্য দল-মতের ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত না হওয়ার জন্য ভয়ভীতি দেখিয়ে বক্তব্য দেন। তিনি আরও বলেন, তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য ও হুমকি প্রদান করেন। এর একটি ভিডিও পাওয়া গেলে অভিযুক্ত ২ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। চিঠি প্রাপ্তির ৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে তাদেরকে বলা হলেও একজন জবাব দিয়েছেন। এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা মুঠোফোনে বলেন, কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর আমি জবাব দিয়েছি। তবে এবিষয়ে আর কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

 


আরোও অন্যান্য খবর
Paris