বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

অসহায় শিশুদের মাঝে শীতবন্ত্র বিতরণ

Paris
Update : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে গ্রীণ প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেডের আয়োজনে অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বেলা ১১ টায় রাজশাহী শিশু একাডেমি মিলনায়তনে ১৬০ জন শিশুর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সমাজসেবী শাহীন আকতার রেনী। তিনি বলেন, ‘আমরা জানি আগামী ২৯ তারিখ মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন। আপনারা সবাই সম্ভব হলে অবশ্যই সেই জনসভায় আসবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশের জন্য, বিশেষ করে নারীদের জন্য অনেক কাজ করছেন। এখন বাবার নামের পাশে মায়ের নামটিও প্রাতিষ্ঠানিকভাবে সব জায়গায় লেখার ব্যবস্থা তিনিই করে দিয়েছেন। তিনি আরও বলেন, আমরা জাতি হিসেবে একটি সমৃদ্ধ জাতি। আমাদের দেশের নাগরিক হিসেবে সবাই স্মার্ট এনআইডি কার্ড পেয়েছি। তোমারা সবাই আগামীদিনের ভবিষ্যৎ। তাই তোমরা নিজেরা লেখাপড়া করবো, সাংস্কৃতিক বিভিন্ন ধরনের নাচ, গান, কবিতা ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জন করবে। অভিভাবকদের প্রতি অনুরোধ করে তিনি বলেন, পরিবারে ছেলে সন্তানদের পাশাপাশি মেয়ে শিশুদেরও সমান সুযোগ সুবিধা দিবেন। আর সন্তানদের ঠিকমতো খোঁজ খবর রাখবেন, যেন তারা কোন অপরাধমূলক কাজে তারা জড়িয়ে না পরে। শিশুরা তোমরা বাংলাদেশ ও রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের স্বপ্নপূরণে কাজ করবে। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসিব পান্না ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনজুর কাদের।


আরোও অন্যান্য খবর
Paris