বুধবার

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লাল গামছা দেখে থামল ট্রেন, অল্পের জন্য রক্ষা রাজশাহী নগরীতে প্রস্তাবিত কবরস্থান ও ঈদগাহ নির্মাণে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র

ঘুষ নিয়ে দুই রাজস্ব কর্মকর্তার দর-কষাকষির ভিডিও ফাঁস

Paris
Update : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

এফএনএস
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সার্কেল অফিসের দুই রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নিয়ে দর-কষাকষির অভিযোগ উঠেছে। মাদারীপুরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ভিডিও ব্যপ্তি ১০ মিনিট ১৩ সেকেন্ড। এতে দেখা গেছে, দুই রাজস্ব কর্মকর্তা এক ব্যবসায়ীর সঙ্গে দর-কষাকষি করছেন। চাহিদা মতো প্রতি মাসে নির্ধারিত সময়ের মধ্যে মাসোয়ারা টাকা চাইতেও দেখা যায় তাদের। অভিযোগ ওঠা দুই কর্মকর্তা হলেন- কাস্টমস ও ভ্যাট বিভাগ মাদারীপুর সার্কেল অফিসের রাজস্ব কর্মকর্তা (সার্কেল -১) মো. ইমরান কবীর ও (সার্কেল-২) রফিকুল ইসলাম। অফিস কক্ষে বসেই তারা ঘুষের টাকা লেনদেন করেছেন। যে ব্যবসায়ীর কাছ থেকে তারা ঘুষ নিয়েছেন তাকে বিভিন্ন কথাও বলতে শোনা যায় এ দুই কর্মকর্তাকে। ভিডিওতে দেখা যায় রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম ওই ব্যবসায়ীকে বলছেন, এইডা কি আনছেন? এ সময় কয়েকটি ৫০০ টাকার নোট নিতে দেখা যায় তাকে। টাকাগুলো গুণে নিজের পকেটে নিয়ে ওই ব্যবসায়ীকে রফিকুল বলেন, ‘কি যে করেন আপনারা? মানে.. মাদারীপুরের লোক এত ধনী, দেশের মধ্যে তৃতীয় ধনী জেলা। আপনারা কেন এমন করেন? কিছুক্ষণ পরে ওই ব্যবসায়ীর ওপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সার্কেল-২ রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলামকে। তিনি বলেন, যা দিছেন আমি এটা নিতে পারবো না। ইমরান সাহেবকে কি দেব? আমি কীভাবে বুঝাবো? স্যারে তো বকবো! আমি এটা নিতে পারবো না। এই ৩ (তিন হাজার) আমি নিতে পারবো না। বাকিটা কখন দিবেন? আপনারা স্যারকে বলে যান, দেখা করে যান। কারণ, তিনি (ইমরান কবীর) আপনার অরিজিনাল স্যার। সেই আপনাকে বাঁচাতে পারবো, মারতে পারবো। বুঝচ্ছেন! তিনি আরও বলেন, প্রতি মাসে অফিস খরচ ১ হাজার টাকা দিয়ে যাবেন। এটা যেন আর না বলা লাগে। কথা যেন নড়চড় না হয়। মাসের ১০ তারিখের মধ্যে টাকা আমার কাছে দিয়ে যাবেন। ভিডিওটির ৮ মিনিট ৩৫ সেকেন্ডে পরে দেখা যায় রাজস্ব কর্মকর্তা (সার্কেল-১) মো. ইমরান কবীরকে। তিনি ওই ব্যবসায়ীকে উদ্দেশ্য করে বলেন, আপনার দোকানের আশপাশে যারা দিচ্ছে ওয়েল অ্যান্ড গুড। আর যারা দিচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনার নম্বর দিয়ে যান। পরে ওই ব্যবসায়ী এক হাজার টাকা ইমরান কবীরের টেবিলে রাখলে তিনি সেটি নিয়ে নেন। ঘুষ দেওয়া ব্যবসায়ীর নাম অমিত হাসান। তিনি মাদারীপুর পুরান বাজারে পোশাকের ব্যবসা করেন। ঘুষের ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার পোশাকের দোকানটি ছোট। প্রতি মাসে ১০ হাজার টাকা করে ভ্যাট দিতে বলেন স্যারেরা। পরে অফিসে গেলে তারা এক হাজার টাকা করে ভ্যাট দেওয়ার ব্যবস্থা করে দেন। কিন্তু শর্ত হলো, প্রতি মাসে অফিসে তিন হাজার টাকা দিতে হবে। এ ব্যাপারে রাজস্ব কর্মকর্তা (সার্কেল -১) মো. ইমরান কবীর বলেন, ভিডিওটি আমাদের নয়, এটি সাজানো। এ বিষয় আমার আর কোনো মন্তব্য নাই। রাজস্ব কর্মকর্তা (সার্কেল-২) রফিকুল ইসলাম বলেন, ওই ব্যবসায়ী আমার কাছে আসার পর তাকে ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জমা দিতে বলেছিলাম। তার কাছে কোনো অনৈতিক দাবি করা হয়নি। ঘুষ দাবির ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, কথোপকথনগুলো ভুলভাবে উপস্থাপন করছে। এসব ভিত্তিহীন অভিযোগ। কাস্টমস ও এক্সাইজ ও ভ্যাট বিভাগ মাদারীপুর সার্কেল অফিসের বিভাগীয় কর্মকর্তা ও ডেপুটি কমিশনার মো. এনামুল হক বলেন, আপনারা তো আসছিলেন, নিউজ করে দেন। অসুবিধা নাই। মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, দুই রাজস্ব কর্মকর্তা ঘুষ গ্রহণের ভিডিওটি আমি দেখেছি। পুরো ঘটনাটি যাচাই-বাছাই করা হচ্ছে। অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris