বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিবে জেলা পরিষদ

Paris
Update : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
মহা বিজয়ের মাসে রাজশাহী জেলা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করবে রাজশাহী জেলা পরিষদ। বুধবার (৭ নভেম্বর) নিজ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে সম্ভাব্য বিজয়ের মাস ডিসেম্বরের ২০ তারিখে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার ঘোষনা দেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। এসময় তিনি বলেন, আজ বীর মুক্তিযোদ্ধাদের দোয়া ও ভালোবাসায় আমি জেলা পরিষদের চেয়ারম্যানে আসনে বসেছি। আমার সুযোগ হয়েছে, এবার আমি বীর মুক্তিযোদ্ধাদের পাশে থাকার চেষ্টা করবো। আমি কথা দিচ্ছি, আমি এই চেয়ারে থাকলে প্রতিবছর ডিসেম্বর মাসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থেকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করতে পারি। এসময় মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা, বীর মু্িক্তযোদ্ধা মনিরুল ইসলাম চৌধুরী জোহা, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল বাবলু, বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা এসএম কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা আওরঙ্গজেব, বীর মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আইবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান, সহকারী প্রকৌশলী এজাজুল আলম সহ অন্যান্য কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris