বুধবার

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামূল হকের কর্মী সমাবেশ

প্যানেল মেয়রকে সার্কিট হাউসে ঢুকতে বাধা বেধড়ক মারধর

Paris
Update : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জীবন বৃত্তান্ত জমা, মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে সার্কিট হাউসে আসার পথে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এক প্রার্থীকে বেধড়ক মারধর করেছে অন্য প্রার্থীর লোকজন। এসময় সার্কিট হাউসের মূল ফটকের সামনে তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। সোমবার (০৫ ডিসেম্বর) বিকেল ৪টার এ ঘটনা ঘটে।


জানা যায়, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি সার্কিট হাউসে জেলা কৃষকলীগের কমিটি গঠন করতে সাধারণ সম্পাদক প্রার্থী জিয়াউর রহমান আরমানকে ডাকেন। পরে তিনি বাসা থেকে সার্কিট হাউসে আসার পথে বাধা দেয় প্রতিপক্ষের লোকজন। এসময় মোটরসাইকেল থেকে ফেলে বেধড়ক মারধর করা হয় তাকে। পরে পুলিশ ও নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ জিয়াউর রহমান আরমানকে উদ্বার করে। এসময় তিনি আর ভেতরে প্রবেশ করবে না বলে ফিরে যান। এ ঘটনার জেরে পরে সার্কিট হাউসের ভেতরে আবারও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী জিয়াউর রহমান আরমান ও আল কামাল ইব্রাহিম রতনের লোকজনের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর জাহান জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সার্কিট হাউসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris