শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে আমলকারীকে

Paris
Update : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

লা ইলাহা ইল্লাহ এর ঘোষণা ও স্বীকৃতির মর্যাদা অনেক বেশি। যে স্বীকৃতিতে মিলবে চমৎকার উপকার। জাহান্নামের আগুন স্বীকৃতি দানকারীকে স্পর্শও করবে না। হাদিসের দিকনির্দেশনায় এসেছে-
হজরত আবু সাঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোন লোক ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ বললে সে সময় তার প্রভু তার কথাটি সত্য বলে অনুমোদন দেন এবং বলেন, ‘আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমিই মহান।’
আর বান্দা যখন বলে, ‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু’ (আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক), তখন আল্লাহ তাআলা বলেন, ‘আমি ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি এক।
বান্দা যখন বলে, ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু’ (আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই), তখন আল্লাহ তাআলা বলেন, ‘আমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি এক, আমার কোনো অংশীদার নেই।’
বান্দা যখন বলে, ‘লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু’ (আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তারই রাজত্ব, সমস্ত প্রশংসাও তার), তখন আল্লাহ তাআলা বলেন, ‘আমি ছাড়া কোন মাবুদ নেই, রাজত্ব আমারই এবং সকল প্রশংসা আমার জন্যই।’
বান্দা যখন বলে, ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ’ (আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা ছাড়া কোনো অনিষ্ট বা উপকার করার ক্ষমতা কারো নেই), তক্ষনি আল্লাহ তাআলা বলেন, ‘আমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি ছাড়া (আমার সহযোগিতা ছাড়া) অকল্যাণ দূর করা ও মঙ্গল পাওয়ার সামর্থ্য কারো নেই।’
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলতেন, যে লোক রোগাক্রান্ত অবস্থায় এই বাক্যগুলো পাঠ করলো, তারপর মৃত্যুবরণ করলো, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না।’ (ইবনু মাজাহ ৩৭৯৪ তিরমিজি ৩৪৩০)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে উল্লিখিত তাওহিদের স্বীকৃতি দেওয়ার তাওফিক দান করুন। জাহান্নামের আগুন থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।


আরোও অন্যান্য খবর
Paris