রবিবার

১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

বিভাগ সেরা রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

Paris
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ বিভাগ সেরা হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে ১০৮ জন অংশ নিয়ে সবাই পাস করাসহ ১০৬ জন জিপিএ-৫ পেয়েছে। যা রাজশাহী বিভাগের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমন ফলাফল করতে পারেনি। ২০১৮ সাল থেকে এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তখন থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি অভাবনীয় সাফল্য অর্জন করে চলেছে। ২০১৮ সালে রাজশাহীব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ১১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাসসহ জিপিএ-৫ লাভ করে ১১৩ জন। ২০১৯ সালে ৯০ জনের সকলেই পাসসহ জিপিএ-৫ লাভ করে ৮৩ জন, ২০২০ সালে ৯৬ জনের সকলেই পাসসহ জিপিএ-৫ লাভ করে ৮৮ জন এবং গত বছর ১২৮ জনের সবাই পাসসহ জিপিএ-৫ অর্জন করে ১২৫ জন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, ” শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম এই সাফল্যের মূল চাবিকাঠি। পাশাপাশি শিক্ষকদের শিক্ষাদান কৌশল ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা আমাদের সবসময় ভালো ফলাফল করতে সাহায্য করে। তিনি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয় বরং সবধরনের সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে থাকে। যার ফলাফল হিসেবে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ২০২১ সালের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশের সেনাবাহিনী পরিচালিত সবগুলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী প্রধান ট্রফি অর্জন করে। রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে। আশা করছি ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।”


আরোও অন্যান্য খবর
Paris