রবিবার

৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় রাজশাহী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অপসারণ চায় ঠিকাদাররা! নগদ আছে ১ কোটি টাকা, জানেন না টিভি-ফ্রিজ ও আসবাবপত্রর মূল্য! সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্যপ্রতিমন্ত্রী মিথিলার মুকুটে যুক্ত হলো নতুন পালক মৃত্যুকে কাছ থেকে দেখলেন নায়ক দেব! ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ বাঘার শ্রমিকের সিংড়ায় মৃত্যু! গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়

প্রতারণা মামলায় রাবির সেই ২ শিক্ষার্থী রিমান্ডে

Paris
Update : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

আরা ডেস্ক
ইমো হ্যাক করে বিকাশে অর্থ আদায়ের প্রতারণা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সেই দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গত সোমবার তাদের আদালতের হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাদের এক দিনের রিমান্ড মুঞ্জুর করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের অতিরিক্ত ডেপুটি কমিশনার তৌহিদুল ইসলাম। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিব খান ও রেজওয়ান আহমেদ। তারা চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। এদের মধ্যে সাকিবের বাড়ি নাটোরে আর রেজোয়ানের বাড়ি যশোরে।
তৌহিদুল ইসলাম জানান, ‘ওই দুই শিক্ষার্থীকে সোমবার ঢাকার একটি আদালতে হাজির করা হয়। আদালত তাদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রতারণা সংক্রান্ত একটি মামলায় ডিএমপির সিটিটিসি বিভাগের একদল পুলিশ গত রোববার রাজশাহী থেকে তাদের গ্রেপ্তার করে। ইমো হ্যাক করে অর্থ আদায়ের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।’ রেজওয়ানের ভাই মেরাজুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে যশোরের বাড়ি থেকে রেজওয়ান রাজশাহী যান। রোববার সকালে আমার ভাই ও শাকিবকে ছয়জনের একটি দল নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে নিয়ে যায়। কেন তারা তাদের নিয়ে যায় সে বিষয়ে কিছু জানায়নি।’ এ প্রসঙ্গে রাবি প্রক্টর আসাবুল হক সাংবাদিকদের বলেন, ‘ঢাকার আইন প্রয়োগকারী সংস্থার একটি দল বিকাশ জালিয়াতির মামলার তদন্ত করতে গিয়ে তাদের আটক করে ঢাকায় নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।’ উল্লেখ্য, গত ১৩ নভেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার মেস থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।

 


আরোও অন্যান্য খবর
Paris