বুধবার

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামূল হকের কর্মী সমাবেশ

রাবিতে পোষ্যকোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Paris
Update : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতকে ভর্তির ক্ষেত্রে পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। রোববার (১৩ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দীয় লাইব্রেরির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি জানান। মানববন্ধনে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে অনিয়ম চলে আসছে সে অনিয়ম বন্ধ করার জন্য আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। শিক্ষকদের কাছে এই অনিয়মগুলোকে রুখে দিতে বারবার অনুরোধ জানিয়েছি। যারা গরিব মেধাবী শিক্ষার্থী তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়, কিন্তু তাদেরকে বঞ্চিত করে পৈতৃক কোটায় ছেলে-মেয়েদের ভর্তি করানো হয়। এটা যদি বন্ধ না করা হয় তহলে আমাদের এ আন্দোলন আরো কঠোর হবে।
আব্দুল মজিদ অন্তুর বলেন, আমরা তিনটি দাবি নির্ধারন করেছি। প্রথমত, ভর্তি পরীক্ষায় ফেল করার পরেও যারা ভর্তির সুযোগ পেয়েছে তাদের ভর্তি বাতিল করতে হবে, দ্বিতীয়ত, পোষ্য কোটা বাতিল করতে হবে তৃতীয়ত, ভর্তি জালিয়াতির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
কর্মসূচিতে রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মিলন হোসেন বলেন, যারা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী তাদের জন্য কোটা ব্যবস্থা চালু করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এদের সন্তানরা কোনো অর্থেই সুবিধাবঞ্চিত নয়। ভর্তি পরীক্ষায় যেখানে পাশ নম্বর ৪০, সেখানে তাদেরকে ৩০ নম্বরেও ভর্তি করা হচ্ছে। অনতিবিলম্বে তাদের ভর্তি বাতিলসহ পোষ্য কোটা বাতিল করতে হবে। দর্শন বিভাগের শিক্ষার্থী আশিকউল্লাহ মুহিবের সঞ্চালনায় মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।


আরোও অন্যান্য খবর
Paris