সোমবার

২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মান্দায় প্রণোদনার বীজ-সার পেলেন ৪ হাজার কৃষক

Paris
Update : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় চলতি রবি মৌসুমে প্রণোদনা কার্যক্রমের আওতায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে পরিষদ চত্বরে উপজেলার ১৪ ইউনিয়নের কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশুতোষ সরকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সামাদ, আব্দুল লতিফ, বুলবুল আহমেদ, নাজমুল হক প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, চলতি রবি মৌসুমে উপজেলার ৪ হাজার কৃষকের মাঝে প্রণোদনার সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। এক বিঘা জমির জন্য প্রত্যেক কৃষক পাচ্ছেন এক কেজি সরিষা বীজসহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।


আরোও অন্যান্য খবর
Paris