বুধবার

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামূল হকের কর্মী সমাবেশ

ইটের প্রাচীরে সিঁদ কেটে তিন গরু চুরি!

Paris
Update : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

সাপাহার সংবাদদাতা
নওগাঁর সাপাহারে একই রাতে দু’টি স্থানে চুরি সংঘটিত হয়েছে। জানা গেছে গত শুক্রবার দিবাগত রাতে চোরেরদল উপজেলার শিমুল ডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম (মাস্টার) এর বাড়ীর ইটের প্রাচীরে সিঁদ কেটে গোয়াল ঘর হতে গাভী, বকন ও একটি এঁড়ে বাছুর সহ মোট ৩টি গরু চুরি করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য ২লক্ষ টাকা এবং পাশর্^বর্তী মদনশিং সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুরে খনন কাজে ব্যবহৃত দু’টি এসকেভেটর (ভেকু মেশিন)এর কাঁচ ভেঙ্গে ৪টি শক্তিশালী ব্যাটারী যার আনুমানিক মূল্য ১লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। রফিকুল ইসলাম মাস্টার জানান যে,প্রতি দিনের ন্যায় রাতে নিজ ঘরে শুয়ে পড়ে গভীর রাতে চোরেদল তার বাড়ীর ইটের প্রাচীরে সিঁদ কেটে বাড়ীর ভিতরে প্রবেশ করে এবং তার গোয়াল ঘরে থাকা ৩টি গরু চুরি করে নিয়ে যায়। এছাড়া এসকেভেটরের মালিক পাবনা জেলার রনজু শেখও মহাদেবপুর উপজেলার আলমগীর জানান যে, ওই পুকুরে মাটি কেটে রাত সাড়ে ১১টার দিকে কাজ বন্ধ করে ড্রাইভার হেলপার সবাই নিজ আস্তানায় এসে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে চোরেরা তাদের মেশিনের গ্লাস ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দু’টি মেশিনের মধ্যে থাকা শক্তিশালী ৪টি ব্যাটারী চুরি করে নিয়ে যায়। সকালে পুনরায় কাজ করতে গিয়ে তারা বিষয়টি জানতে পারে। বিষয়টি তারা স্থানীয় থানায় জানাবেন কিনা তা নিয়ে ভাবছেন বলেও জানিয়েছেন। হঠাৎ করে সাপাহার উপজেলা সদর সহ বিভিন্ন গ্রামে এবং রাস্তায় ইজিবাইক সহ ছোট ছোট যানবাহন গুলি আটকিয়ে ছিনতাই ও চালকাকে জিম্মি করে গাড়ী সহ টাকা পয়সা,মোবাইল ছিনতাইয়ের ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় উপজেলাবাসী শঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছে। সচেতন মহল সহ উপজেলাবাসী আইন শংৃঙ্খলার উন্নতি কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন। এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির এর সাথে কথা হলে তিনি জানান যে, এখনও থানায় কোন অভিযোগ আসেনি তবে এলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris