শুক্রবার

১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রেলের পশ্চিমাঞ্চলে শিডিউল বিপর্যয়, যাত্রী ভোগান্তি চরমে প্রতিটি নাগরিককে স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী বুবলির পর থানায় জিডি করলেন অপু পাকিস্তানে ৭ ঘুমন্ত শ্রমিককে গুলি করে হত্যা বাগমারায় তহশীলদার সাজ্জাদকে বদলির খবরে মিষ্টি বিতরণ রাজশাহী নগরীতে কবরস্থান বাস্তবায়নের দাবিতে ১১ মসজিদের মুসল্লিদের মানববন্ধন মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল রাসিক মেয়রের সাথে গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হেরোইন বহনের দায়ে গোদাগাড়ীর ২ যুবকের যাবজ্জীবন নিজের নামে কোনো প্রকল্প চান না প্রধানমন্ত্রী

কর্মচারী কল্যাণ বোর্ডের সেবার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা

Paris
Update : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

তথ্য বিবরণী
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সেবাসমূহের মানোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ বিষয়ক এক কর্মশালা গতকাল (৭ নভেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার কার্যালয় এবং কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী বিভাগীয় কার্যালয় যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে। বিভাগীয় কমিশনার জিএমএম জাফরউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মু: মোহসিন চৌধুরী, মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি মোঃ রশীদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক একেএম ফজলুজ্জোহা কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এবং কর্মচারী কল্যাণ বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ নওয়াব আসলাম হাবীব মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কর্মশালায় বক্তাগণ বলেন, কর্মরত ও অবসর প্রাপ্ত প্রায় ১৮ লক্ষ কর্মচারী বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সেবা গ্রহীতা। পূর্বে এ বোর্ডের সেবা প্রদানে দীর্ঘসূত্রতাসহ নানা বিড়ম্বনা থাকলেও এখন কিন্তু সেবা প্রদান সহজ হয়েছে এবং যথেষ্ট দ্রুততার সাথে সেবা প্রদান করা হচ্ছে। সেবার পরিধী ও মানোন্নয়নের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে কর্মশালা আয়োজনের ধারাবাহিকতায় আজ রাজশাহীতে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী বিভাগের বিভাগীয় পর্যায়ের দপ্তর প্রধানগণ এবং আট জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণ কর্মশালয় অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তারা কর্মচারী কল্যাণ বোর্ডের সেবার পরিধী ও মানোন্নয়নের লক্ষ্যে নানা সুপারিশ তুলে ধরেন।


আরোও অন্যান্য খবর
Paris