সোমবার

২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ভেড়া বিতরণ

Paris
Update : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

আককাস আলী
নওগাঁয় চার’শ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মানে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার মহাদেবপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মালেক। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রাণীসম্পদ অফিসার কৃষিবিদ মো. মহির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শীবনাথ মিশ্র প্রমুখ। আলোচনা সভা শেষে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০০ জন সুফলভোগীদের মাঝে ৮০০টি ভেড়া ও ভেড়ার গৃহ নির্মানে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

 


আরোও অন্যান্য খবর
Paris