রবিবার

৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় রাজশাহী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অপসারণ চায় ঠিকাদাররা! নগদ আছে ১ কোটি টাকা, জানেন না টিভি-ফ্রিজ ও আসবাবপত্রর মূল্য! সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্যপ্রতিমন্ত্রী মিথিলার মুকুটে যুক্ত হলো নতুন পালক মৃত্যুকে কাছ থেকে দেখলেন নায়ক দেব! ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ বাঘার শ্রমিকের সিংড়ায় মৃত্যু! গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়

ভারতে কবি সম্মেলনে শ্রেষ্ঠ কবির সম্মাননা পেলেন আককাস

Paris
Update : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার, নওগাঁ
নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর ঈশ্বরপুর গ্রামের সরদার পরিবারের সন্তান, জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, পদ্মা লাইফ নিউজ পোটালের সম্পাদক, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার স্টাফ রিপোর্টার কবি মো.আককাস আলী ভারতের আসামে লিডু রাষ্ট্রিয় কবি সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখা “শ্রেষ্ঠ বাঙালি” কবিতা আবৃত্তি করে শ্রেষ্ঠ কবির সম্মাননা ক্রেস্ট অর্জন করেন। ১৩ সেপ্টেম্বর লিডু রাষ্ট্রিয় কবি সম্মেলনের সভাপতি ড.রঞ্জিত দত্ত কবি মো.আককাস আলীর হাতে এই শ্রেষ্ঠ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। কবির এই অর্জন বাংলাদেশের সবার জন্য এমনি অভিমত সমালোচকদের।

 

“শ্রেষ্ট বাঙালি”কবিতাটি কবির “সেলফি নেতা” কাব্যগ্রন্থে রচিত হয়েছে। কবি মো.আককাস আলী জানান,ভারতের আমন্ত্রিত অতিথি হয়ে ১২, ১৩ সেপ্টেম্বরে আসামের লিডু রাষ্ট্রিয় কবি সম্মেলনে যোগ দেয়। লিডু রাষ্ট্রিয় কবি সম্মেলনের সভাপতি ড. রঞ্জিত দত্ত,সম্পাদক যোগেশ বিকাশ গগৈ, প্রশাসক ববী বড়া, লিখক মুকুট র্শমা আমাকে যে সন্মানে ভূষিত করেছেন তা ভুলিবার নয়। কবি সম্মেলনে বাংলাদেশকে নিয়ে গর্ব করেন এবং কবি তিনটি কবিতা (শ্রেষ্ঠ বাঙালি, বীরের জাতি ও কবিতা পড়) আবৃত্তি করেন। কবি মো.আককাস আলীর আবৃত্তি শুনে দেশ বিদেশি কবিরা মুখরিত হয়ে উঠেন। উল্লেখ্য বাংলাদেশের আরো দুইজন কবি আজিজার রহমান তাজ ও কবি আরিফ বিল্লাহ্ এই কবি সম্মেলনে যুক্ত হন।


আরোও অন্যান্য খবর
Paris