রবিবার

৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় রাজশাহী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অপসারণ চায় ঠিকাদাররা! নগদ আছে ১ কোটি টাকা, জানেন না টিভি-ফ্রিজ ও আসবাবপত্রর মূল্য! সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্যপ্রতিমন্ত্রী মিথিলার মুকুটে যুক্ত হলো নতুন পালক মৃত্যুকে কাছ থেকে দেখলেন নায়ক দেব! ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ বাঘার শ্রমিকের সিংড়ায় মৃত্যু! গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়

সুখি দাম্পত্যের জন্য যে বিষয়গুলো মেনে চলতে হবে

Paris
Update : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

সম্পর্কে কেবল ভালোবাসা থাকলেই হবে না, থাকতে হবে পারস্পারিক শ্রদ্ধাবোধ ও সমঝোতা। নাহলে দিনে দিনে ফিকে হয়ে পড়বে ভালোবাসা ও সম্পর্ক। জেনে নিন সফল দাম্পত্যের জন্য কোন বিষয়গুলো মেনে চলা জরুরি।
১। একমত হতেই হবে এমন নয়, বজায় রাখুন শ্রদ্ধাবোধ
দুজন মানুষের চিন্তাভাবনা ও মত দুইরকম হওয়াটাই স্বাভাবিক। একমত হতে না পারলেই অশ্রদ্ধা করবেন না অন্যজনকে। সঙ্গীর মতকে গুরুত্ব দিন।
২। আপনার অসম্পূর্ণতা পূরণের দায়িত্ব আরেকজনের নয়
একটি সফল সম্পর্কের জন্য নিজেকে আগে ভালবাসতে হবে। মনে রাখতে হবে যে প্রতিটি মানুষই স্বতন্ত্র। আরেকজনের উপর কিছু চাপিয়ে দেওয়া কখনোই ভালো ফল বয়ে আনে না। আপনার কোনও অসম্পূর্ণতা পূরণের দায় আপনার সঙ্গীর নয়। ফলে এই কারণে আরেকজনকে ভালবাসলে বা জীবনে ধরে রাখতে চাইলে সেটা সফল হয় না। বরং নিজের ত্রুটি ও অন্যের ত্রুটি মেনে নিয়ে একসঙ্গে পথ চলার নামই দাম্পত্য।
৩। সম্পর্কে সততা জরুরি
একটি সম্পর্ক মূলত টিকে থাকেই সততার উপরে। এই সততা দুইজনের কাছ থেকেই দুইজনের প্রাপ্য। বিশ্বাসঘাতকতা কিংবা মিথ্যা বলা সম্পর্ক নষ্ট করে দিতে পারে মুহূর্তেই।
৪। দায়িত্ব ভাগাভাগি হোক সমানভাবে
মেনে নেওয়া বা কম্প্রোমাইজ করে চলার দায়িত্ব কারোর একা নয়। ঘরের কাজ, বাইরের কাজ, আর্থিক দায়িত্ব- সবকিছুই চাই সমানভাবে বণ্টন হওয়া।
৫। তৃতীয় পক্ষকে সম্পর্কের মাঝে আসতে দেওয়া যাবে না
নিজেদের ভুল বোঝাবুঝিগুলো নিজেরাই মিটিয়ে নিন। অন্যের সামনে সঙ্গীকে অপমান করা কিংবা অন্যের কাছে সমাধান চাওয়ার মতো বিষয়গুলো সম্পর্কের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।
৬। একসঙ্গে থাকার ইচ্ছেটা জরুরি
ভুল বোঝাবুঝি বা যেকোনো সমস্যারই সমাধান রয়েছে। তবে সেজন্য একসঙ্গে থাকার ইচ্ছেটা থাকতে হবে। একজন আরেকজনের সঙ্গে সময় কাটানোর ইচ্ছে বা মানসিক প্রশান্তির কাছে বারবারই হেরে যায় ছোটখাট ভুল বোঝাবুঝি।
তথ্য: রিডার্স ডাইজেস্ট


আরোও অন্যান্য খবর
Paris