শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শর্ত সাপেক্ষে ‘মুক্তি’ পেলেন জহির

Paris
Update : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

শৃঙ্খলাভঙ্গে সব ধরনের অ্যাথলেটিকস থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন জহির রায়হান। গত বছর ৯ ডিসেম্বর বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন জরুরি সভায় তাকে নিষিদ্ধ করেছিল। ৯ মাস পর ফেডারেশনের নির্বাহী কমিটির সভাতে এই অ্যাথলেটের শাস্তি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শাস্তি থেকে ‘মুক্তি’ মেলায় এই মাসের সামার অ্যাথলেটিকসে অংশ নিতে আর কোনও বাধা থাকছে না জহিরের। তবে শাস্তি প্রত্যাহার হলেও শর্ত জুড়ে দিয়েছে ফেডারেশন। শৃঙ্খলাভঙ্গ হলে আবারও নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হবে তাকে। ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ খানবলেছেন, ‘শর্তসাপেক্ষে জহিরের শাস্তি তুলে নেওয়া হয়েছে। এজন্য ও (জহির) এবং ওর সংস্থা নৌবাহিনী আবেদন করেছিল।’ এ ছাড়া জহির নিজেও মুচলেকা দিয়েছেন। জহির বাংলাদেশের প্রতিভাবান অ্যাথলেটদের একজন। ২০১৭ সালে কেনিয়ার নাইরোবি যুব বিশ্ব অ্যাথলেটিকসে ৪০০ মিটার দৌড়ে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। এ ছাড়া ২০২১ সালে টোকিও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই অ্যাথলেট।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris