শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন

Paris
Update : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

বগুড়ায় জমির বিরোধের জেরে হত্যার ঘটনায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও ছয়জনকে খালাস দেওয়া হয়। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিক মিয়া, তার বাবা ইসমাইল ওরফে ইন্নুস, আবদুল গফুর, জাকের মিয়া, আবদুল খালেক, আবদুল গনি, সুলতান মোল্লা, মাসুদ মিয়া ও ইন্তাজ আলী। এদের সবার বাড়ি সদরের চালিতাবাড়ী গ্রামের নাগরকান্দি পাড়ায়। এর মধ্যে মানিক মিয়া ও আবদুল গফুর পলাতক। খালাসপ্রাপ্তরা হলেন- আরিফ, ইউসুফ, ইসমাইলের স্ত্রী আলেতন নেছা, রেহেনা, সিরাজ উদ্দিন ও সুলতান উদ্দিন। -এফএনএস

 

এদের বাড়িও নাগরকান্দি এলাকায়। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল করিম হলি জানান, ২০০৮ সালের ২০ জুন বিকেলে বগুড়া সদরের চালিতাবাড়ীর নাগরকান্দি গ্রামের আবদুল জোব্বারকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করে আসামিরা। পরে ওই দিন নিহতের ছোট ভাই সাজু মিয়া বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৬ জনকে অভিযুক্ত করা হয়। সেই মামলায় দীর্ঘ শুনানির পর গতকাল বুধবার রায় দেওয়া হয়। রায়ে ৯ জনকে যাবজ্জীবন ও ছয়জনকে খালাস দেওয়া হয়। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।


আরোও অন্যান্য খবর
Paris