রবিবার

৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় রাজশাহী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অপসারণ চায় ঠিকাদাররা! নগদ আছে ১ কোটি টাকা, জানেন না টিভি-ফ্রিজ ও আসবাবপত্রর মূল্য! সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্যপ্রতিমন্ত্রী মিথিলার মুকুটে যুক্ত হলো নতুন পালক মৃত্যুকে কাছ থেকে দেখলেন নায়ক দেব! ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ বাঘার শ্রমিকের সিংড়ায় মৃত্যু! গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়

টেবিল টেনিসে বাংলাদেশের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত

Paris
Update : রবিবার, ৩১ জুলাই, ২০২২

ফিজির বিপক্ষে মিলেছিল দাপুটে জয়। গায়ানার বিপক্ষের লড়াই ছিল উত্তেজনায় ঠাসা। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছেন মুহতাসিন আহমেদ হৃদয়, রামহীম বম, রিফাত মাহমুদ সাব্বিররা। বাংলাদেশও টেবিল টেনিসের দলগত বিভাগের কোয়ার্টার-ফাইনালে উঠে চমক দেখিয়েছে। কমনওয়েলথ গেমসের টেবিল টেনিস ডিসিপ্লিনে যোগ্যতা অর্জন করে এই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ। শুরুটাও দল করে ফিজিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে। ওই ম্যাচের পর বাংলাদেশের সামনে সমীকরণ ছিল, কোয়ার্টার-ফাইনালে উঠতে হলে জিততে হবে গায়ানার বিপক্ষে। আশা-শঙ্কার দোলাচলে দুলতে দুলতে সে সমীকরণও শেষ পর্যন্ত মিলিয়ে নিয়েছে ৩-২ ব্যবধানের জয়ে। -এফএনএস

 

প্রথম ম্যাচে ডাবলসে হৃদয় ও রামহীম জুটি ৩-২ গেমে হারান গায়ানার ফ্রাঙ্কলিন ও ভ্যান লাঙে জুটিকে। এরপর সিঙ্গেলসে সাব্বির ৩-১ ব্যাবধানে হেরে যান ব্রিটনের কাছে। তৃতীয় ম্যাচে হৃদয় ৩-১ ব্যাবধানে ভ্যান লাঙেকে হারালে ফের এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু রামহীম চতুর্থ ম্যাচে ৩-০ তে হারলে আবার সমতা ফেরে। পঞ্চম ও শেষ সেটে সাব্বিরের প্রতিপক্ষ ছিলেন ফ্রাঙ্কলিন। দারুণ উত্তেজনা ছড়ানো ম্যাচ শেষ পর্যন্ত তিনি জিতে নেন ৩-২ ব্যবধানে। বাংলাদেশও জায়গা করে নেয় কোয়ার্টার-ফাইনালের মঞ্চে। বাংলাদেশের সবগুলো ম্যাচ দেখেছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। প্রত্যেক খেলোয়াড়কে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও তাৎক্ষণিকভাবে দিয়েছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris