মঙ্গলবার

৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী বিএমডিএ’র ইবিএ প্রকল্প পরিচালকের বিরুদ্ধে কোটি টাকা লোপাটের অভিযোগ রাসিক কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ও ইউনিসেফ প্রতিনিধির সাক্ষাৎ সিন্ডিকেট করে কৃষিপণ্যের মূল্য বাড়ালে কঠোর ব্যবস্থা : বিভাগীয় কমিশনার বাগমারায় হত্যা চেষ্টা মামলার আসামীকে গ্রেফতার দাবীতে মানববন্ধন শাকিবের তৃতীয় বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস সোহেল চৌধুরী হত্যা মামলার রায় ৯ মে মুখ্যমন্ত্রী মমতার ‘গাদ্দার’ প্রসঙ্গে পাল্টা জবাব দিলেন মিঠুন গণধ্বনি প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অর্ণা জামানের উদ্যোগে নগরীর তিন শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নওগাঁয় বিপুল পরিমান বিস্ফোরকসহ গ্রেফতার

Paris
Update : বুধবার, ৬ জুলাই, ২০২২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ রাজশাহী এবং সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে শহরের ধোপাপাড়ার মোবারক আলীর বাড়ির ৭তলা ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়।গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা বাড্ডা মেট্রোর দক্ষিন বাড্ডার ২১ নং ওয়ার্ডের আব্দুল ওয়াদুদের ছেলে ওসমান গনি জিসান (৩০) ও যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া গ্রামের মনোরঞ্জন অধিকারীর ছেলে শংকর অধিকারী মুকেশ (৪০)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অপারেশনাল দলের রাজশাহীর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহ্রিয়ার, মেজর সাকিব এবং কোম্পানী অধিনাকয় মাসুদ রানার নেতৃত্বে রাত ১টার দিকে শহরের ধোপাপাড়ার মোবারক আলীর বাড়ির ৭তলা ভবনে অভিযান চালানো হয়।

 

এসময় বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য লালবর্ণের ৪ কেজি ২০০ গ্রাম কেমিক্যালযুক্ত পাউডার, প্লাষ্টিকের ব্যাগের ভিতর সাদা বর্ণের ২ কেজি ৫শ গ্রাম কেমিক্যালযুক্ত পাউডার, পলিথিনের ভিতর ক্রিষ্টাল সাদা বর্ণের ২কেজি ৪শ গ্রাম পাউডার, পলিথিনের ভিতর ১কেজি ৮শ গ্রাম কেমিক্যালযুক্ত মাটি, বিউটেন গ্যাসযুক্ত (গঙঙঘ) কৌটা ২টি, দাহ্য পদার্থযুক্ত ডউ-৪০ কৌটা ১টি, লাল স্কসটেপ দ্বারা মোড়ানো বোম সাদৃশ্য বস্তু ১টি, একটি ব্যাটারী যাতে (চঅককঙ ৬ঋ২২ ৯ঠ) সহ আরো লেখা আছে, লাল স্কসটেপ ২টি, স্কসটেপ দ্বারা বাধাঁনো মোবাইল ব্যাটারী ২টি, রেজিস্টেন্স ৭টি, বাটন সুইচ ৮টি, টিউনিং সুইচ ৬টি, (ওঈ) ১টি যাতে (তঐঅঘএ) লেখা, ইন্ডিকেটর ল্যাম্প ৮টি ওই দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় বিষ্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ অনুসারে মামলা রুজু করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris