মঙ্গলবার

১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বন্যা কবলিত ৫ হাজার পরিবারকে ৫ কোটি টাকা বরাদ্দ

Paris
Update : শনিবার, ২ জুলাই, ২০২২

এফএনএস : সুনামগঞ্জে বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া পাঁচ হাজার পরিবারকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সে হিসেবে প্রতি পরিবার পাবে ১০ হাজার টাকা করে। গতকাল শুক্রবার দুপুরে অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় প্রতিটি উপজেলায় ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের বাড়িঘর তছনছ হয়ে গেছে। তারা যাতে পুনরায় ঘর বানিয়ে তাকতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাঁচ হাজার পরিবারকে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে জেলা সদরসহ ১২টি উপজেলা প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েন ১৩ লাখেরও বেশি মানুষ। জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে কোনোরকম প্রাণ নিয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন লক্ষাধিক মানুষ। বন্যায় জেলার ৪৫ হাজার ২৮৮টি ঘরবাড়ির ক্ষতি হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris