স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে ব্রীজ থেকে লাফিয়ে নদীতে গোসল করতে গিয়ে পাপুল হাসান নামের এক স্কুলছাত্রের প্রাণ হারিয়েছে। নিহত স্কুলছাত্রের নাম পাপুল হাসান (১৩) উপজেলার ধোপাঘাটা গ্রামের মনিরুল ইসলাম বাবুর ছেলে। পাপুল হাসান ধোপাঘাটা উচ্চ বিদ্যালের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পাপুল হাসান বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ছোট ভাইসহ ৫ থেকে ৬ জন সহপাঠীর সঙ্গে নিয়ে বাড়ির পাশে বারনই নদীতে গোসল করতে যায়। সেখানে ব্রীজ থেকে লাফিয়ে নদীতে গোসল করা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা নদী থেকে পাপুল হাসানের লাশ উদ্ধার করে। মোহনপুর থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, পাপুল হাসানের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।