বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

গ্যাস সিলিন্ডারের বহন করা ফেন্সিডিল ও মদের বোতল উদ্ধার, গ্রেফতার একজন

Paris
Update : শুক্রবার, ১৭ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার : গতকাল রাজশাহী নগরীর শাহ্মখদুম থানা এলাকায় বেশকিছু মাদকদ্রবসহ নতুন কৌশলে বহন করা সরঞ্জামাদি উদ্ধার করেছে থানা পুলিশ। গ্যাস সিলিন্ডারের নিম্নাংশ বিশেষ কৌশলে কেঁটে উক্ত সিলিন্ডারে ফেন্সিডিল ও মদসহ অন্যান্য মাদকদ্রব্য পাঁচার করা হতো বলে জানা গেছে। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুর ১:১০ মিনিটে শাহমখদুম থানা পুলিশ ১৭ নং ওয়ার্ড অন্তর্গত হরিষার ডাউং নামক এলাকা থেকে একশ বোতলের বেশি ফেন্সিডিল (যার বেশকিছু খাঁলি ও অর্ধভর্তি), বিদেশি মদের খালি বোতল, মাদক সেবনের কিছু উপকরণ উদ্ধার করে। উক্ত অপরাধের সাথে জড়িত চারজনের নামে মামলা হলেও একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ বলে জানান ওসি মেহেদি হাসান। এজাহার ও জব্দকৃত তালিকা থেকে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল হরিষার ডাউং এলাকার নয়ন আলী, এসারুল, হিমেল ও সাব্বিরের নামে মাদকদ্রব্য ও মাদকদ্রব্যের খালি বোতল হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

জব্দ তালিকা থেকে জানা গেছে, জব্দ হওয়ার বস্তুর মদ্যে রয়েছে, পাঁচটি অর্ধ ভরা ফেন্সিডিলের বোতল, মাদক বহনের জন্য দুটো গ্যাসের সিলিন্ডার, একশটি ফেন্সিডিলের খাঁলি বোতল, দুটি বিদেশী মদের খালি বোতল, মাদক বহনের জন্য বিশেষ কৌশলে তৈরি করা একটি ব্যাগসহ ইয়াবা ও হেরোইন সেবনের বিভিন্ন উপকরণ। খালি বোতলগুলো তে স্থানীয়ভাবে ফেন্সিডিল তৈরি করে বিক্রির অসৎ উদ্দেশ্য ছিল বলে জানায় বিভিন্ন সূত্র। শাহমথদুম থানার ওসি জানান, স্থানীয় ভাবে মাদক তৈরি ও বিশেষ কৌশলে মাদক বহনের জন্য অপরাধিরা জব্দকৃত বোতল ও বস্তুগুলো নিজেদের হেফাজতে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেগুলো জব্দ করা হয়েছে। তিনজন আসামি পলাতক থাকলেও একজন আসামিকে গ্রেফতার করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris