শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফল

Paris
Update : বুধবার, ১ জুন, ২০২২

স্পোর্টস রিপোর্টার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ও শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ৭টি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ মে) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বালক বিভাগে তানোর উপজেলা ১-০ গোলে দুর্গাপুর উপজেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে শ্রী মুঠি জয়সুচক গোলটি করেন। চারঘাট উপজেলা ১-০ গোলে গোদাগাড়ী উপজেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে সুভাস জয়সুচক গোলটি করেন। পুঠিয়া উপজেলার শান্ত ও বাঘা উপজেলার শামীম ১টি করে গোল করলে খেলা ১-১ গোলে ড্র হয়। ড্র হলে খেলা গড়াই ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে বাঘা উপজেলা ৪-৩ গোলে পুঠিয়া উপজেলাকে হারায়।

সিটিকর্পোরেশন পর্যায়ের বোয়ালিয়া মডেল থানা ২-১ গোলে রাজপড়া থানাকে হারায়। বিজয়ী দলের পক্ষে মেহেদী হাসান ও আবুল হোসেন ১টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে সোহেল রানা ১টি গোল পরিশোধ করেন। এদিকে শারীরিক শিক্ষা কলেজ মাঠে বালিকা বিভাগে তানোর উপজেলা ১-০ গোলে দুর্গাপুর উপজেলাকে হারায়। বিজয়ী দলের অনামিকা জয়সুচক গোলটি করেন। পুঠিয়া উপজেলা ৩-০ গোলে হারায় বাঘা উপজেলাকে। সিটিকর্পোরেশন পর্যায়ের রাজপড়া থানা ৩-০ গোলে বোয়ালিয়া মডেল থানাকে হারায়। বিজয়ী দলের পক্ষে শাবরিনা ২টি ও শ্রী আলোমতি ১টি করে গোল করেন।


আরোও অন্যান্য খবর
Paris