বুধবার

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামূল হকের কর্মী সমাবেশ

রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Paris
Update : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
Exif_JPEG_420


স্পোর্টস রিপোর্টার : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন কর্তৃক বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ও শারীরিক শিক্ষা কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ৬টি খেলা মধ্যে মধ্যে ৫টি খেলা অনুষ্ঠিত হয়েছে। বালক বিভাগে পবা উপজেলা ২-০ গোলে মোহনপুর উপজেলাকে হারিয়ে পরবর্তী খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের পক্ষে মাহফুজ ও রোহান ১টি করে গোল করেন। কাগজপত্র না থাকায় গোদাগাড়ী ও চারঘাট উপজেলার খেলাটি স্থগিত রাখা হয়েছে এই খেলাটি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। শারীরিক শিক্ষা কলেজ মাঠে বালিকা বিভাগে পবা উপজেলা নাফিসার হ্যাট্রিকের সুবাদে ৬-০ গোলে বিরাট ব্যবধানে মোহনপুর উপজেলাকে হারিয়ে পরবর্তী খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের পক্ষে নাফিসা ৪টি ও সুমাইয়া ২টি গোল করেন। অন্য খেলায় চারঘাট উপজেলা না আসায় গোদাগাড়ী উপজেলা ওয়াকওভার পেয়েছে। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন পর্যায়ের বালক বিভাগের খেলায় রাকিবের হ্যাট্রিকের সুবাদে শাহমুখদুম থানা ৪-১ গোলে মতিহার থানাকে হারিয়ে পরবর্তী খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের পক্ষে রাকিব ৩টি ও মারুফ ১টি গোল করেন। বালিকা বিভাগে শাহমুখদুম থানা ২-০ গোলে মতিহার থানাকে হারায়। বিজয়ী দলের পক্ষে মেহনাজ আকতার একাই ২টি গোল করেন। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেলুন ফেস্টুন উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি। এর আগে তিনি বলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা দেশের প্রতি যে অবদান রেখেছে তা ভুলার নয়। খেলোয়াড়দের কারনে দেশের পরিচিতি লাভ করে। তাই এই খেলা থেকেই একজন ভালো খেলোয়াড়ে পরিনত হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। সভাপতির বক্তব্যে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ে তোলার। যা আমাদের বাস্তবায়ন করতে হবে। খেলাধুলা করলে শরীর ও সুস্থ থাকে ফলে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকবে আমাদের ছেলেমেয়েরা। এই টুর্নামেন্ট খেলেই একদিন আমাদের সোনার ছেলেমেয়েরা বিদেশে পাড়ি জমাতে পারবে ও দেশের সুনাম অর্জন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসব (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম, জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দিন, মহানগর আওয়ামী লীগ ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ডাবলু সরকার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী।


আরোও অন্যান্য খবর
Paris