রবিবার

১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

ম্যাংগো স্পেশাল ট্রেন চলাচলে রহনপুরে মতবিনিময়

Paris
Update : শনিবার, ২১ মে, ২০২২

এফএনএস : রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ- ঢাকা রুটে ম্যাংগো স্পেশাল ম্যাংগো ট্রেন চলাচল বিষয়ে পশ্চিমাঞ্চলের রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এক মতবিনিময় সভা করেছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে এগারটা দিকে রহনপুর রেলস্টেশন প্ল্যাটফর্মে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমচাষী,ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল রেলওেয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহীদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চলের চীফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট শহিদুল ইসলাম। বক্তব্য দেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ফিটু, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, শামিউল ইসলাম শ্যামল, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম টাইগার, রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, আমব্যাবসায়ী নেতা আফতাবউদ্দিন লালান, আশরাফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।

মতবিনিময় সভায় জিএম অসীম কুমার তালুকদার বলেন, এলাকাবাসীর যৌক্তিক দাবীর প্রেক্ষিতে রহনপুরকে পূর্নাঙ্গ রেলওয়ে বন্দর,রহনপুর থেকে রাজশাহী লোকাল ট্রেন চালু, কমিউটার ও মহানন্দা ট্রেনের কোচ বৃদ্ধি, রহনপুর থেকে ঢাকাগামী ট্রেনের টিকিট দেয়ার ব্যবস্থা গ্রহনের বিষয়ে তার সামর্থ অনুযায়ী চেষ্টা করবেন। এদিকে ম্যাংগো স্পেশাল ট্রেনটি চালু করার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়নি। তবে আগামী জুন মাসের প্রথম সপ্তাহের দিকে চলাচল করতে পারে বলে জানা গেছে। মতবিনিময় সভায় ম্যাংগো স্পেশাল ট্রেন চালু রাখতে সকলের সহযোগিতা কামনা চেয়েছন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতারা রহনপুর রেলবন্দর ও স্টেশনের দাবি সম্বলিত একটি পত্র তুলে দেন পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদারের কাছে।


আরোও অন্যান্য খবর
Paris